mojnu@ymail.com
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা ও মেয়েকে দোররা মেরে রক্তাক্তের ঘটনায় পাঁচ সমাজপতি গ্রেপ্তার হওয়ার তিনদিন পরও থানায় কোন মামলা হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজানা আতঙ্কে ভুগছে মা আনোয়ারা (৫০) ও মেয়ে মালেকা (৩০)। শনিবার দুপুরে থানার এসআই গিয়াস উদ্দিন হাসপাতালে গিয়ে তাদের কাছ থেকে অভিযোগ চাইলেও তারা কোন অভিযোগ দিতে রাজি হয়নি।
এদিকে মামলা না হলেও আটককৃত সমাজপতিদেরকে ৫৪ ধারা গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। প্রভাবশালী সালিশদাররা ক্ষমতাসীন দলের লোক হওয়ায় তাদেরকে কারাগারে পাঠানোর পর থেকে তাদের আত্মীয় স্বজনরা হাসপাতালে গিয়ে নির্যাতিতা মা ও মেয়েকে প্রাণ নাশের হুমকি দেওয়ায় তারা থানায় মামলা দিতে অপারগতা প্রকাশ বলে অভিযোগ ওঠেছে।
পুলিশ ও সাংবাদিক দেখলে ক্ষমতাসীন দলের লোকজনের ভয়ে তারা কোন কথা বলতে রাজি হয়না।
নির্যাতিতার মা আনোয়ারা বেগম (৫০) শনিবার জানান, মামলা করি অ্যাঁই কি বাইত থাইকতাম হারুম নি। হেতাগো মাইনষে কইছে থানাত মামলা দিলে অ্যাঁর বাই ঘর তুন অ্যাঁরে বার করি দিবো (মামলা করে আমি কি বাড়িত থাকতে পারবো নি। তাদের লোকজন বলছে থানায় মামলা দিলে আমার বাড়ি ঘর থেকে আমাকে বের করে দিবে)।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাকের হোসাইন শনিবার বিকেলে বলেন, বার বার চেষ্টা করেও নির্যাতিতার কাছ থেকে অভিযোগ নিতে পারিনি।
তবে এ ঘটনায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
এদিকে সমাজপতিদের পক্ষে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের অবস্থান ও সমাবেশের বিষয়ে প্রত্রিকায় সংবাদ প্রকাশের পর শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতৃবৃন্দ আরেকটি সভার আয়োজন করেছে। এতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি খিজির হায়াত, সেক্রেটারী ইস্কান্দার বাবুল ও সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আবদুল কাদের মির্জা বলেন, এ বিষয়ে আমাদের কোন সম্পৃক্ততা নেই। বিষয়টি খোলাসা করার জন্যই সভাটির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বদু খাঁর বাড়িতে বুধবার গভীর রাতে ধর্ষক দুলালকে ছেড়ে দিয়ে ধর্ষিতাকে ১০১ ও তার বৃদ্ধা মাকে ১০ দোররা মেরে রক্তাক্ত করেছে কথিত সমাজপতিরা। বৃহস্পতিবার সকালে ধর্ষিতা ও তার মাকে আশঙ্কাজনক অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার লুৎফুল কবিরের নির্দেশে সদর সার্কেলের এএসপি জাবেদুর রহমানের নেতৃত্বে পুলিশ আবুল খায়ের খাঁ (৬৫), চৌধুরী মিয়া (৬৩), তাজুল ইসলাম (৪০), মানিক (৩৫) ও বেচুমিয়া (৩৫) নামে পাঁচ সমাজপতিকে গ্রেপ্তার করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।