আমাদের কথা খুঁজে নিন

   

জেনিফারের প্রিয় হোটেলে ব্র্যাঞ্জেলিনা

যুক্তরাজ্যের ডেইলি স্টার জানিয়েছে, ২৭ অগাস্ট একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য তারা হঠাৎ করে উধাও হয়ে যান। এরপর হলিউডের সানসেট টাওয়ার হোটেলে সুইট নম্বর ১৫০২ তে চেক-ইন করেন জোলি এবং পিট। আর এই হোটেলের ঠিক এই কক্ষতেই থাকতে পছন্দ করেন পিটের সাবেক স্ত্রী জেনিফার।
এক সূত্র জানিয়েছে, সাধারণত হোটেল ‘ফোর সিজনস’ অথবা ‘বেল এয়ার’-এ থাকতে যান জোলি এবং পিট। এমনিতে পিট সব ধরনের ব্যবস্থা করে থাকেন, কিন্তু এবার জোলি নিজের ঘাড়ে এই দায়িত্বটি নিয়েছিলেন। আর তিনি ঠিক হোটেলটির ওই সুইটটি ভাড়া করেন যেখানে জেনিফার থাকতে যান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।