আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় জেনিফারের ‘পার্কার’

এতে জেসন স্টেটহামের সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জেনিফার লোপেজ। মার্কিন লেখক ডোনাল্ট ওয়েস্টলেক অনেক উপন্যাস লিখেছেন ‘পার্কার’ চরিত্র নিয়ে। এর মধ্যে ‘ফ্ল্যাশফায়ার’-এর উপর ভিত্তি করে পার্কার সিনেমাটি নির্মাণ করেছেন টেলর হ্যাকফোর্ড।
সিনেমাটি নিয়ে সিনিয়র মিডিয়া ম্যানেজার মেজবাহউদ্দীন আহমেদ বলেন, “এতে লোপেজকে ভারী অস্ত্র হাতে গোলাগুলি করতে দেখা যায়। এর আগে এ ধরনের চরিত্রে তাকে দেখা যায়নি।


সিনেমাটি সম্পর্কে জেনিফার বলেছেন, “আমার ভালো লাগে থ্রিলারধর্মী সিনেমায় কাজ করতে। তবে সব ধরনের চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারি। অ্যাকশন সিনেমা আমাকে টানলেও গোলাগুলি খুব একটা উপভোগ করি না। যদিও পর্দার সন্ত্রাস কখনও বাস্তবজীবনে প্রভাব ফেলতে পারে না। ”
‘পার্কার’ মুক্তির আগ পর্যন্ত জেনিফার লোপেজ অভিনয় করেছেন ২৬টি ছবিতে।

এর মধ্যে ‘অ্যানাকোন্ডা’ (১৯৯৭), ‘ইউ টার্ন’ (১৯৯৭), ‘আউট অব সাইট’ (১৯৯৮), ‘অ্যাঞ্জেল আইস’ (২০০১), ‘এনাফ’ (২০০২), ‘মেইড ইন ম্যানহাটান’ (২০০২), ‘গিগলি’ (২০০৩), ‘শ্যাল উই ড্যান্স’ (২০০৪), ‘মনস্টার ইন ল’ (২০০৫) সিনেমা সাড়া ফেলেছিল। তবে ‘পার্কার’ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।