আমরা প্রায়ই আবিস্কার করি Tools menu তে Folder Options খুঁজে পাওয়া যাচ্ছে না। Win32/ Brontok.A এর কাজ হচেছ Folder Options disable করে দেওয়া। আপনার পিসিতে Win32/ Brontok.A virus টি থাকলে Tools menu থেকে Folder Options ডিজাবল করে দেয়। তবে চিন্তার কিছু নাই। Group Policy Editor এর মাধ্যমে Folder Options কে Tools menu তে আবার ফিরিয়ে আনা যায়।
এজন্য আপনাকে যা করতে হবে তা হলো-
১. start বাটন থেকে run এ ক্লিক করুন।
২. এবার gpedit.msc লিখে ok করুন।
৩. তারপর পর্যায়ক্রমে ক্লিক করুন User Configuration>>Administrative Templates>> Windows Component >> Windows Explorer
৪. ডান দিকের চ্যানেলের তিন নম্বর অপশন 'Remove the Folder Option menu item from the tools menu' এ ডবল ক্লিক করুন।
৫. Setting এ Enable radio button টি select করে ok করে বের হয়ে আসুন।
৬. এবার PC restart দিন।
আশা করি restart এর পরে হাবিয়ে যাওয়া Folder Options টি ফিরে এসেছে।
GoodLuck
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।