আমাদের কথা খুঁজে নিন

   

Windows xp –তেই লক করুন ফোল্ডার

সুস্থবিজ্ঞানের চর্চা করতে চাই

আপনি ইচ্ছা করলে windows xp তেই fake Folder সফট্‌ওয়্যারের মত লক করে দিতে পারেন যে কোন একটি ফোল্ডার। এটি করা খুবই সহজ। এখানে দুটি ফাইল তৈরী করা হবে। প্রথমে Notepad ওপেন করে নিচের কোড লিখুন: ren folder_name folder_name.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} এটি loc.bat নামে যে ফোল্ডারটি লক করতে চান ঐ ফোল্ডারটির পাশে রেখে দিন। এখানে folder_name বলতে আপনি যে folder টি লক করতে চান তার নাম দিন।

এ ফাইলটিতে ক্লিক করা হলে আপনার কাঙ্খিত folder টি লক হয়ে যাবে। এবার আসা যাক এটি খুলবেন কিভাবে। নিচের কোড টি আরেকটি notepad এ লিখুন: ren folder_name.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} folder_name এটি key.bat নামে Save করুন। এটি আপনি লুকিয়ে রাখতে পারেন। তবে ব্যবহারের সময় তা ঐ লক করা folder এর পাশে রাখবেন।

এটি আপনার ঐ folder এর চাবি। ক্লিক করুন দেখবেন folder টি খুলে গেছে। এখানে folder_name বলতে লক করা folder কেই বুঝিয়েছে। উপভোগ করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.