সত্য অপ্রিয় হলেও বলতে চাই Windows XP তে আমরা কোন ফোল্ডার খুজে বের করতে গেলে করতে গেলে সার্চে গিয়ে ফোল্ডারের নাম দিয়ে টাইপ ড্রপ বক্স থেকে "Folder" সিলেক্ট করতাম। তাতে ঐ নামের শুধু Folder গুলোই রেজাল্টে আসত (একই নামের কোন ফাইল নয়)। যেমন আমি যদি “Temp” নামে একটি Folder খুজতে যাই, “Temp” লিখে নরমাল সার্চ দিলে শত শত Temp নামের ফাইল রেজাল্টে আসে, কিন্তু আমি শুধু Temp নামের ফোল্ডারগুলোকেই পেতে চাই। Windows 7 এ এটি কিভাবে করা যায়? ডেজা-ভু দিয়েছেন সমাধান: যেটি সার্চ করতে চান সেটি লিখে তারপর "kind:" লিখলে অন্যান্য অপশন আসবে। সিলেক্ট করলেই হলো। ধন্যবাদ ডেজা-ভু কে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।