বিধাতা দেয়নি ভিখারী জাতিকে বাছাইয়ের কোনো ক্ষমতা।
মুক্তিযুদ্ধ বুঝি না। যুদ্ধ কি জিনিস অনুভবে নাই। শুধু জানি কিছু হিংস্র জানোয়ার ৭১ এ আমাদের নীরহ ভাই,বোন দের নিম্ ম ভাবে হত্যা করেছে । যা আমারা বড়দের কাছ থেকে শুনেছি এবং ছবি,তথ্য চিএ তে দেখেছি।
৭১ আমাদের দেশের কিছু লোক মানুষ হত্যায় সহযোগীতা করেছেন। নিজেরাও সেইসব মানুষ হত্যায় লিপ্ত ছিলেন,বাড়ি-ঘড় লুটপাট করে সমাজে র প্রতিষ্ঠিত আসনে বসে আমাদের শোষণ করছেন। যাদের কে আমরা রাজাকার হিসাবে চিনি।
সেই রাজাকার নিমূ্ল করতে আমারা নতুন প্রজম্ম শাহবাগে জমায়েত হয়েছি। কিন্তু কিছু ইসলাম নামধারি সংগঠন এর নেতা তাদের বাচাঁতে প্রানপণ চেস্টা চালাচ্ছেন।
সেই সব হারামি দের ফেসবুক স্টেটাস দেখলে শরীর এর পুরা লোম খড়া হইয়া যায়। তারা নিজের দের কেই সবজান্তা মনে করে আর বাকি সব ভোদাই। ইসলাম এর নাম দিয়ে কি বাল_ছাল পোস্ট করে আর শেয়ার ভিক্ষা করে। তাদের বলতে চাই,আমরাও মুসলিম। হারাম কি জিনিস আর হালাল কি জিনিস তা আমরা জানি।
আপনারা যাদের কে রাজাকার ফতোয়া দেয়া শুরু করছেন। তাদের কেও আদালত দিয়ে প্রমাণ করে শাস্তি প্রধান করা হবে। আমরা নতুন প্রজম্ম যাস্ট শুরু করেছি। আপ নারা যদি আমাদের সাথে একমত পোষণ করেন আমাদের আন্দোলন সহজ হবে আর যদি সহযোগীতা না করেন। খুব বেশি হলে একটু দেরি হবে।
কিন্তু এ দেশ থেকে রাজাকার নিমূ্ল করে ছাড়ব ইনসাল্লাহ।
আমারা নতুন প্রজম্ম শুধু রাজাকার নিমূ্ল করা নয় যে কোন অন্যায়,অত্যাচার রুখে দাড়াতে রাস্তায় নেমেছি। যেকোন অন্যায় প্রতিহত করব।
যাদের কে রাজাকার হিসাবে চিহ্নিত করা হয়েছে,তাদের কে মাননীয় আদালত অপরাধী হিসাবে দোষী-সাব্যস্ত করেছেন। সেই রাজাকার কার দের ঘৃণিত অপরাধের জন্য আদালত ক্ষমা করে দিলেও আমরা তাদের ক্ষমা করতে পারি না।
যতদিন সুবিচার না হবে তত দিন আন্দোলন চলবে। কেই রাজপথ দখল করে আন্দোলন চালিয়ে যাবে,কেউ লেখনি দিয়ে,কেউ ফেসবুক স্টেটাস দিয়ে আন্দোলন চলবে।
একটা আন্দোলনে কিছু নিরবিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তাই বলে কোন অন্যায় কে ছাড় দেয়া হবে না। আমি দেখেছি আপনারা একজন কে পতিতা বানিয়ে ছাড়লেন আবার সেই পতিতার জন্য দয়া উতলাইয়া পড়ল ! তাহার প্রতি মায়া দেখাইয়া দেদারছে সেই পতিতার ভিডিও শেরার করা শুরু করলেন !!!আমরা কি গুরু,ঘাস খাই???
শাহবাগ এর আন্দোলন রাজাকার নিধন করতে।
শাহবাগ এর আন্দোলন অন্যায়,অত্যাচার প্রতিহত করতে। শাহবাগ আর আন্দোলন সুশাষণ প্রতিস্টিত করা। সেখানে কোন দলীয় রাজনীতি ফায়দা লুটতে পারবে না। আমাদের নিজের বিচার বড় বিচার। আমরাই সেখানে আদালত,বিচারক,আসামি।
নিজের বিবেক কে প্রশ্ন করি????আমারা কেন শাহবাগ এর আন্দোলন এর সহমত পোষণ করব না।
আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করতে পারি নাই। আজ যদি শাহবাগ এর আন্দোলনে একমত পোষণ না করি। দেশের সাথে বেঈমানি করা হবে। শাহবাগ এর আন্দোলন ভবিষৎ সাক্ষি হয়ে থাকবে।
আমরা ই পারি অন্যায়ে রুখে দাড়াতে। আমরা তরুন প্রজম্ম রাই শুরু করেছি। সেখানে কেউ বাধা দিলে কাওকেই ছাড় দেয়া হবে না। আপনিও শুরু করুন। সেটা শাহবাগ গিয়ে হোক,ফেসবুক হোক,ব্লগ হোক।
যে যেখান থেকেই পারি রুখে দাড়াব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।