আমাদের কথা খুঁজে নিন

   

নাহিদার ক্যাম্পেইনে কিছুটা সময় :: কর্মসূচীর অগ্রগতী

এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com

ঠিক সন্ধ্যা ৬টা বাজে ... শহীদ মিনারের কাছাকাছি... আর এক মিনিটেই ঢাকা মেডিকেল... ঝম ঝম বৃষ্টি শুরু হয়ে গেল... একটা উদ্দেশ্য নিয়ে আসা... মনের ভেতরটায় কিরম যেন করে উঠ'ল... ক্যু ডাক ... আজকাল অল্পেই ভয় পাই... বুড়িয়ে যাচ্ছি? নাকি অভিজ্ঞতা? ঝাড়া ৩০ মিনিট যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে থেকে কিঞ্চিৎ ভিজে ঢুকলাম ঢাকা মেডিকেলে। ফোন দিলাম ০১৯১১ ৫২৩৮৯২.. বন্ধ... আশ্চর্য!!! আবার রিং করলাম ০১৬৭৪ ১৭৫০৪৫ এবার কথা বললাম... দেখা হলো ... অনেক আলাপ... অগ্রগতি... কর্মসূচী.. ব্যাংক একাউন্ট.. সব... ওরা যা করতেছে: # ঢাকার বিভিন্ন স্থানে ... প্রাইভেট ভার্সিটিগুলো এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পোস্টারিং এবং লিফলেট বিতরণ চলছে # দেশের সকল মেডিকেলে সহায়তার আহ্বান সম্বলিত পোস্টার প্রেরণ # বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রিকাগুলোতে সাহায্যের অনুরোধ ... ইতিমধ্যে চ্যানেল আই, আর টিভি, ইটিভিসহ কয়েকটা চ্যানেলে সহায়তার আহ্বান জানানো হয়েছে... এবং দুটো পত্রিকায়ও সংবাদ ছাপা হয়েছে। # নাহিদার ক্যাম্পাসে কাজ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে রাজনৈতিক দলের লেজুরবৃত্তীয় রাজনীতির কারণে। আশা করছি সময়ের সাথে সাথে এই অবস্থা কেটে যাবে। আমরা আসলেই দলমতের ঊর্ধ্বে উঠতে পারিনা ... # শিক্ষকদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের গ্রুপ করে বিভিন্ন মেডিসিনের কোম্পানীতে সহায়তার অনুরোধ; # বিভিন্ন চ্যারিটি ফার্মের সাথে যোগাযোগ # দেশ বিদেশ থেকে সরাসরি সহায়তা নাহিদার মায়ের ব্যাংক একাউন্টে পৌঁছানো শুরু হয়েছে... যেটা প্রতিদিনই বাড়ছে ... আশা করছি নাহিদার চিকিৎসা দ্রুতই শুরু করা যাবে.. যারা ওয়েস্টার্ন ইউনিয়েনের মাধ্যমে অথবা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠাতে চান : MD SHAHIDULLAH Cell: 01911523892 / 01674175045 নাহিদার বড় ভাইকে এড্রেস করে সংযুক্ত মোবাইল নম্বরে পিন কোডটা এসএমএস করে দিতে পারেন।

যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টাকা পাঠাতে চান ... তারা সরাসরি সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে উল্লেখিত ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন... নুর জাহান বেগম সঞ্চয়ী হিসাব নং: ১২১০০৪০৭০০৬ সোনালী ব্যাংক লি:, ঢাবি শাখা। Swift code: BSONBDDH যুক্তরাষ্ট্র বা কানাডায় বসবাসরতরা সোনালী ব্যাঙ্কের অঙ্গ প্রতিষ্ঠান সোনালী এক্সচেন্জও ব্যবহার করতে পারেন। তাদের ট্রান্সফার ফি কম এবং সরাসরি ব্যাংক একাউন্ট পাঠিয়ে দেবে। Sonali Exchange নামে চেক লিখতে হবে। আলাদা কাগজে নাহিদের মায়ের ব্যাংক একাউন্ট এবং আপনার আপনার পূর্ণ নাম লিখে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন ।

এতে সবমিলিয়ে ৫/৬ দিন লাগবে। চেকের বদলে পোষ্ট অফিস থেকে মনি অর্ডার দিলে ব্যাংকের ২/৩ দিন ট্র্যান্সফার সময় বেঁচে যাবে। Sonali Exchange, Manhattan Branch 211 East 43 rd Street, Suite # 1503, New York, NY 10017 Tel: (212) 808-0790, (212) 808-4085 http://www.sonaliexchange.com/ এছাড়াও ব্লগার জ্বীনের বাদশা পে-পাল একাউন্ট এড করার আপ্রান চেষ্টায় আছে... আশা করছি শীঘ্রই পেপালের লিংক সংযুক্ত করা যাবে... যার মাধ্যমে প্রবাসী ব্লগারগন ঝামেলা বিহীনভাবে অর্থ প্রেরণ করতে পারবেন। "আমার মনে হয় যে মারফতে যিনি টাকা পাঠাতে স্বাচ্ছন্দ বোধ করেন সেই রকম সব রাস্তা খোলা রাখা উচিত। এখন প্রতিটা পয়সাই দামী।

" ফ্রুলিংক্সের এই কথাটা খুব ইম্পর্টেন্ট!! ... আমরা সম্ভব সব উপায় তৈরী করি ... বন্ধুবান্ধবদেরকে এগিয়ে আসতে আহবান জানাই ... যে যতটুকু পারি পোস্টে এবং মেডিকেলে লাগানো পোস্টারে উল্লিখিত একটা সেল নম্বরে না পাওয়া হেতু নাহিদার বড় ভাইকে জিজ্ঞাসায় জানা গেল... মেডিকেল কলেজের ভিতরে বাংলা লিংকের নেটওয়ার্ক পাওয়া যায়না ঠিকমতো... আর তাই ০১৯১১৫২৩৮৯২ নম্বরে কথা কেটে কেটে যায়... নাহিদার ভাই মোবাইল নিয়ে প্রায় সময় বাইরে বসে থাকে চাতক পাখির মতো.. কেউ হয়তো সাহায্যের জন্য একটা ফোন করতে পারে... প্রত্যেকটা কল এখন তাদের কাছে সুসংবাদ বয়ে আনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুউব কষ্ট লাগে মানুষের এতসব দুর্ভোগ দেখে ... এবং নিজের সীমাবদ্ধতার জন্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।