আইলা এসেছিল বেশ কিছুদিন হয়ে গেল। সেই ঝড় কিছু জন এবং জনপদকে লন্ডভন্ড করে গেল। মিডিয়াতে দেখি সেইসব লোকজনেরা দুর্বহ জীবন যাপন করছেন। ছোটখাট কিছু সাহায্য প্রচেষ্টা চোখে পড়ে কিন্তু বড় আকারের কোন উদ্যোগ, বিশেষ করে যাদের এই উদ্যোগ নেয়ার কথা, সেই সরকার, সেই গণতান্ত্রিকভাবে বিপুল ভোটে নির্বাচিত সরকারের পক্ষ থেকে তেমন কিছু দেখতে পাইনি। প্রতিদিনের পত্রিকায় মূলতঃ এই খবরটা খুঁজে ফিরছি, কিন্তু খুঁজে পাচ্ছিনা।
আপনারা কি কিছু জানেন সরকার কি করছেন এই ব্যাপারে। ছোট বাচ্চারা না খেতে পেয়ে দূর্বল হয়ে চুপ হয়ে আছে, মাঝবয়সী পিতা সাংবাদিককে সেই কথা বলতে বলতে কেঁদে দিচ্ছেন, মানুষ জন্ম নিয়ে এটা সহ্য করা মুশকিল। এই অবস্থায় কি করে আমরা পরিবারের সাথে গল্প করতে করতে মধুমাসের আম জাম খাই, কি করেই বা সন্ধ্যার কর্পোরেট পার্টিতে গি্য়ে ইকনমিক রিসেশন সম্পর্কে গভীর উদ্বেগ এবং গভীর আক্কেল ফলাও করি, একদমই বুঝতে পারছিনা। আমার দূরপ্রবাসীনি মেয়েটিকে ফোনে বললাম এই ব্যাপারে, ও বলল, 'তোমরা কিছু কর, তাহলে'। বেতন থেকে একটা মোটামুটি এমাউন্ট আলাদা করলাম এবং প্রথম আলোকে দেব বলে চিন্তা করলাম বিবেকের হাত থেকে রেহাই পাবার জন্য।
সেটা এই সমস্ত লোকজনের জন্য সাগরে শিশির বিন্দুর চেয়েও কম হবে। কিন্তু এই লোকগুলো কি বাংলাদেশের বাইরে, তাঁদের জন্য কি বড় আকারে কোন কম্প্রিহেনসিভ সাপোর্ট সরকার বা আর কেউ দেবেন না। যদি দিয়ে থাকেন, যদি আমি না জেনে থাকি, তাহলে অবশ্য আমি ক্ষমাপ্রার্থী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।