আমাদের কথা খুঁজে নিন

   

জাষ্ট ফর টি ব্রেক

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

ক্ষনটার জন্য আমার বহুকালের অপেক্ষা আমার শিশুবেলা থেকে কিশোর পাড়ানো এ সময় সকালের কোমল সূর্য ফেলে রোদে পোড়া দুপুর সবই সহ্য করেছি একটি মাত্র প্রতিক্ষায় যে ক্ষনটার জন্য আমার এতকালের অপেক্ষা আমার আর ওর কর্মব্যস্ত জীবনের মাঝের একটু খানি টি ব্রেক কথা হবে হয়তো অথবা হবেনা চোখাচোখি হবে দীর্ঘক্ষন; কামনার বাসনা। যতক্ষন ব্যস্ত থাকি ও ওর, আর আমি আমার কাজে আমার চোখ জড়ানো ঘুমের আচড় পরিনত মানুষকে অপরিনত করে; অবজ্ঞার সুরে আমার ব্যস্তময় সময় ব্যস্তহীন করে পথ হারানোর নগ্ন পথিকের পথে কাঁটা বিছায় কষ্ট দেয়; ভালোবাসে; অশ্লীলতার সঙ্গা শেখায় অবাক করা পথের উদার সব চাহনি সব কিছুই শুধু ট্রি ব্রেকটার অপেক্ষায়। একটি মাত্র টি ব্রেক ওকে আমার আরো কাছে টানবে আমার নিঃশ্ব বুকে শিহরন আর আপাদমস্তক টানা অটানার দৌড় হারিয়ে দেবে অথবা জিতিয়ে ভালোবাসবে কিনা আরো জানা হয়নি তারপরেও সেই টি ব্রেকটার জন্য আমার আজন্ম কালের অপেক্ষা। দুই কাপ চা নিয়ে আধহাত টেবিল চেয়ার ওর আমার কপাল টোনা; অবাক চাহুনি অতঃপর টেবিলের পেটে হাটু গেড়ে আরেকটু কাছাকাছি আমার নিষাদ কালো ঠোটে ওর গোলাপ ঠোটের স্পর্শ একটানে শুষে নেয়া সব মধু; একটান, দুইটান, তিন এই একটি মাত্র সুখ আমার কত জনমের কামনা আমার টি ব্রেক আর ওর মধু ঠোটের মিষ্টি ভালোবাসা; আত্মহারা; নিরব মধুহারন; অতঃপর............?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।