আমাদের কথা খুঁজে নিন

   

জাষ্ট গেজ...

সুখীমানুষ

বাস চলছে। পিছন থেকে আর একটা বাস সামনে যাবে। সামনের বাস কিছুতেই সাইড দিচ্ছে না। শুরু হয়ে গেলো লড়াই। কুমিল্লার ভাষায় যাকে বলে টারাটারি।

সামনের বাস চালক কৌশলী। এমন ভাবে চালাচ্ছেন যেন পিছনের বাস কিছুতেই সামনে যেতে না পারে। পিছনের বাস ড্রাইভার ক্রুদ্ধ, ত্যাক্ত-বিরক্ত। এক্সেলেটরে চাপ দেয় আর বলে, বাইন... সাইড দিবি না মানে? এরা দুই ড্রাইভারই ভুলে গেলেন তাদের ব্যাক্তিগত ইচ্ছা, প্রতিযোগীতার কাছে জিম্মি হয়ে গেছে অনেক যাত্রী, পথযাত্রী। এবং বাস নামক যন্ত্রটাও।

এবার বলুন এই মুহূর্তে কারা বাসযাত্রী, কারা ড্রাইভার? (আপনাদের আন্দাজের জন্য লেখক দায়ী নয়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।