আমাদের কথা খুঁজে নিন

   

চিত্রল প্রতিবেদন

নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা!

শাদা পোশাকের ভেতর লুকিয়ে আছে গতকাল বিকেলের হাতের স্পর্শ এবং না থাকার অনেক শব্দ! আমি এর আগে, যখন সমুদ্রে শুয়ে ছুঁয়েছিলাম অজস্র সম্ভাবনা ও একটি না ফোটা লবণাক্ত ফুল, তখন রক্তে ছিলো না কোনো রঙের আনচান। ছিলো না ঢেউয়ের মিররে চিত্রল কোনো প্রতিবেদন! ছিলো শুধু অপেক্ষা চিত্রলেখা ভোরে'র... চিত্রলেখা যখন ভাগ্য রেখায় বদলে যায়। বদলে যায় বাঈজী সন্ধ্যা, আমি কেনো জানি তখন শুধু ভাবি শাদা রঙের বাগান; আর মনে হয় সমুদ্র নাই আছে যা তা শুধু লবণের স্বাদ। আজ যখন পৃথিবী ঘুমিয়ে গেলো তোমার চোখে, তোমার দিগন্তে কোনো রাইফেল আর বন্দুক কাঁধে না নিয়ে কেবল তোমাকে বহন করে হেঁটে যায়, কে যেন তখন শাদা ঢেউ আর সমুদ্রের গল্প বলে আমার কানে কানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.