আমাদের কথা খুঁজে নিন

   

অমাবস্যায় চিত্রল মৃগের হাড়

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

মানুষেরা কদাচ ফিরে আসে,
মানুষের ঘড়িতে এক সময় একবারই বাজে!
অভিমান নিভে গেলে ভুল ভেঙে মন ছুটে আসে!
এসে দেখে পড়ে আছে শূন্য ভিটে মাটি,
এসে দেখে তূর্য নদীতে নৈশব্দ ঘুরপাক খায়,
চিত্রল মৃগের হাড় পড়ে আছে শুষ্ক জঙ্গলে।
সময়ের গর্ভে নেমে গেছে সময়
অমাবস্যার সুরঙ্গে যেন ডুবে যায় হতাশ আঁধার।

সময়ও কখনো ফিরে আসে -
উৎসবে ঝলমলে সুসময়ে
মানুষের বিষয় বদল হয়
কালান্তরে মানুষ লুডুর দানে অনূর্ধ ছয় মেনে নেয়।

-
ড্রাফট ১.০ /

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।