আমাদের কথা খুঁজে নিন

   

PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন

...

অনেকেই অনেক দিন ধরে পিএইচপি বই নিয়ে গুতোগুতি এদিক ওদিক দৌড়িয়েছেন। কিন্তু পিএইচপি শেখা আর হয়ে উঠছে না, তাইনা? আপনাদের চিন্তা মাত করতে এবার দিচ্ছি বেশ কিছু টিউটোরিয়ালের ঠিকানা। একটা ব্যাপার মনে রাখতে হবে। কম্পিউটারের যেকোনো ভাষা শেখার সাথে সাথে তা অনুশীলন বাধ্যতামূলক। শেখার সময় সহজ মনে হলেও তা ফলিত আকারে নিজে অনুশীলন না করলে মনে থাকবে না এবং আয়ত্তে আসবে না।

আসুন কয়েকটি ঠিকানা থেকে জেনে নেই কী করে তাড়াতাড়ি পিএইচপি শেখা যাবে ‌১. ভিডিও --- http://www.phpvideotutorials.com/free http://killerphp.com Click This Link শেষের লিঙ্কটিতে দুনিয়ার আরো অনেক কিছু পাবেন টিউটোরিয়াল হিসেবে। ২. http://php.net এটাই পিএইচপি'র বাড়ী এখান থেকে ম্যানুয়ালটি নামিয়ে নিন। আর এর বেসিক, মিডলেভেল বা এডভান্সড সব তথ্যাদি এখানেই পাবেন। ৩. যারা পিএইচপি নিয়মিত অনুশীলন করছেন তাদের এটা বেশ কাজে লাগতে পারে http://widgets.opera.com/widget/5288/ এটি হচ্ছে পিএইচপি ম্যানুয়ালের উইজেট। ৪. পিএইচপি শেখার একটি দারুণ বই Click This Link আরো অনেক অনেক লিঙ্ক আছে... কিন্তু সব আপনার দরকার নেই.. আগে শুরু করে দিন পরে নিজেই খুঁজে নিতে পারবেন।

ওহ হ্যাঁ ইংরেজী শেখা কিন্তু বাধ্যতামূলক.. তা'নাহলে কাচাই থেকে যাবেন যেকোনো প্রোগ্রামিংএ। আর Wrox বা অন্য প্রকাশনীর একটি অন্তত বই হাতের কাছে সবসময়। পুনশ্চ: নেটে পাওয়া লিঙ্কগুলো নেটেই বুকমার্ক করে রাখুন। টুইটার বা ফ্রেন্ডফীড ব্যবহার করে। ফেসবুকেও লিঙ্ক শেয়ার করতে পারেন।

বর্তমানে প্রসিদ্ধ এবং প্রতিষ্ঠিত প্রোগ্রামারদের ব্লগ পড়ুন। নিজেও যা কিছু শিখবেন ব্লগ করে ফেলুন(কপি/পেস্ট করে নয়, মৌলিক লিখে)। জ্ঞান ছড়ালে বাড়ে : সবার জন্য বিশেষ প্রয়োজনীয় আর্টিকেলস এই মাত্র পেলাম PHPArch মে ২০০৯ সংখ্যাটি ফ্রি দিচ্ছে ওরা http://phparch.com/c/magazine/issue/97 তাড়াতাড়ি সংগ্রহ করে নিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।