আমাদের কথা খুঁজে নিন

   

এসএমএস ভোট অবৈধ কেন?।



সাধারনত একটি পান ও বিড়ির দোকান চালাতেও ট্রেড লাইসেন্স লাগে। তবে টিভি চালানোর ট্রেড লাইসেন্স দিয়ে পান দোকানের ব্যাবসা করা যাবেনা। এ জন্য আলাদা লাইসেন্স নিতে হয়। এখন চ্যানেল আই ও তার জ্ঞাতি ভাইয়েরা(সেল ফোন অপারেটররা) টিভি চ্যানেল ও ফোন অপারেট করার জন্য সনদ প্রাপ্ত। আবার এসএমএস ভোট একটি যৌথ কারবার।

এতে মুঠোফোন অপারেটর ও মিডিয়া জড়িত । কিন্তূ কেউ জানে না যে, সব গুলো অপারেটর ও চ্যানেল আই মিলে পাপলিক লিমিটেড কোম্পানি ঘটন করেচে। তাছাড়া মুঠোফোন অপারেটররা শুধু ফোন অপারেট করার জন্য অনুমতি প্রাপ্ত। কোন এসএমএস সেন্টার চালানোর সনদ এদের আছে কি?উত্তর অবশ্যই না। তাই মুঠোফোনের মাধ্যমে এসএমএস ভোট গ্রহন করিলে অবৈদ হত না।

কিন্তু চ্যানেল আই ভোট গ্রহন করচে এসএম এস সেন্টারের সাহায্যে যা অবৈধ। ইতি মধ্যে মুঠোফোন অপরেটররা অবৈধ ভিওআইপি ব্যাবহার করে শতশত কোটি টাকা জরিমানা দিয়েছে। যা তাদের অসততার প্রমান বহন করছে। তাই চ্যানেল আইয়ের এসএমএস ভোট অবশ্যই অবৈধ। চোরে চোরে মাসতুতো ভাই আরকি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.