নিজেকে কবি বলে পরিচয় দিতে ভাল লাগে। ভালবাসি দেশকে।
ইদানীং পুরুষ মানুষগুলো
বড্ড বেশি ছোঁক ছোঁক করে
আমার চারপাশে।
বিশেষণহীন অর্থহীন বিশেষণে
নিরর্থক প্রশংসার ডালি
খুলে দেয় আমার জন্য।
কেউ বা আবার
ভদ্রতার সীমা ছাড়িয়ে
দরজায় না দিয়ে টোকা
সন্তর্পনে ঢুকে পড়ে
আমার শোবার ঘরে।
হিংস্র নেকড়ের মতো
তাদের তপ্ত চোখ,
শকুনের মতো নিরীক্ষণ করে
আমার অতি যত্নে লালিত
দৈহিক উপাচার।
যেন ছিঁড়ে খুঁড়ে খাবে
আমার স্বপ্নময় দুটি চোখ,
পেলব কপোল
আর ভালবাসার রঙে রাঙানো
উষ্ণ অধর।
নিজেকে বড়ো অপবিত্র
মনে হয়;
পরম আদরে গড়ে তোলা
আমার শুচিতা,
ভেঙে যায় বুঝি
কোন এক অসতর্ক অবসরে!
তাদের কেউ লেখে কবিতা
ছন্দময় কথার সুরভি ছড়াতে চায়
আমার চারপাশে,
কেউ নিয়ে আসে গোলাপ
হৃদয়ের রক্তে সিক্ত
ভালবাসার লাল গোলাপ।
তারাতো জানে না,
কবিতায় আর গোলাপে ভরে না মন;
শুধু হৃদয় বিনিময় নয়
চাই উষ্ণতা
হৃদয় আর শরীরে একাকার করে
হারিয়ে যেতে চায়
বিরহী এই মন।
এভাবে
আমার সহস্র `বেওয়াফাদের' মাঝে
আজ যুক্ত হোক
আরো একজন, দুজন, চারজন.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।