আমাদের কথা খুঁজে নিন

   

অবৈতনিক ও সকলের জন্য উম্মুক্ত শিক্ষাব্যবস্থার জন্য সংগ্রামরত বিশ্বের সকলের প্রতি হামবুর্গ (জার্মান) হতে খোলা চিঠি



হামবুর্গ (জার্মান), ২৪ মে ২০০৯ অবৈতনিক ও সকলের জন্য উম্মুক্ত শিক্ষাব্যবস্থার জন্য সংগ্রামরত সকল মানুষের সাথে সংহতি। প্রিয় সারা বিশ্বের ছাত্র-শিক্ষার্থী , ট্রেড ইউনিয়ান কর্মী , শিক্ষক , অভিভাবক এবং অবৈতনিক ও সকলের জন্য উম্মুক্ত শিক্ষাব্যবস্থার জন্য সংগ্রামরত সকল মানুষ, আমরা সমগ্র জার্মানের ৬০ টির অধিক নগরের মানুষ ঐক্য বদ্ধ হয়েছি এবং আমরা আমাদের বর্তমান ও আগামীর লড়াই সংগ্রাম কে বিশ্ব্যাপী শিক্ষার অধিকার রক্ষার যুদ্ধের অংশ হিসাবে বিবেচনা করি। আমার এখানকার (জার্মান) ও সারা বিশ্বের সাধারণ (পাবিলক) শিক্ষা ব্যবস্থার বিদ্যামান কাঠামো এবং কথিত সংস্কার প্রচেষ্টা নিয়ে আলোচনার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী। যেমন, ইউরোপের প্রেক্ষাপটে ’বোলোগ্ন্ প্রসেস’(the Bologna process) এবং অবৈতনিক শিক্ষাব্যবস্থার বিষয় অঞ্চলিক বা বিশ্ব পর্যায়ে। আমরা সকলের জন্য (একই সাথে সমাজের জন্য) এমন এক শিক্ষাব্যবস্থার লক্সে সংগ্রাম করছি , যা হবে সম্পূর্ন অবৈতনিক এবং রাষ্টীয় ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংকীর্ন স্বার্থের প্রভাব মুক্ত।

এ লক্ষ্য সামনে রেখে , বর্তমানে আমরা সমগ্র জার্মানের ৬০ টির অধিক নগরের আগামী ১৫ জুন হতে ১৯ জুন ২০০৯ বিক্ষোভ সপ্তাহ পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। বিক্ষোভ কর্মসূচীর অন্তর্ভূক্ত থাকবে বিকল্প প্রস্তাবনার উপর কর্মশালা ও সেমিনা ( ১৬ জুন), বিক্ষোভ মিছিল (১৭ জুন), আইন অমান্য actions of civil disobedience (১৮ জুন) এবং ’বোলোগ্ন্ প্রসেস’ (the Bologna process) বিরুদ্ধে আন্দোলনের এক দশক উৎযাপনের অংশ হিসাবে বার্লিনে বিক্ষোভ সমাবেশ ( ১৯ জুন)। সকল কর্মসূচী সমন্বয় ও আয়োজনরে দায়িত্ব পালন করছে স্থানীয় জোটসমূহ, যার মধ্যে ছাত্র-শিক্ষর্থী প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন, শিক্ষক-কর্মচারী , অভিভাবক ও অন্যান্যরা অন্তভূক্ত। আমরা আপনাদের বিশ্বব্যাপী স্কুল , বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রের সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করছি। আমাদের আপনার সমর্থনও একান্ত কাম্য।

অনুগ্রহ করে আগামী ১৭ জুন ২০০৯ এর মধ্যে নিম্ম ই-মেল ঠিকানায় আপনার সমর্থন সূচক মেসেজ্ প্রেরণ করুন (সম্ভব হলে ইংরেজিতে)। একমাত্র ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে একটি ন্যায়সঙ্গত ও সংহতিপূর্ণ বিশ্বের লড়াইয়ে আমারা জয়যুক্ত হব। (জার্মান ঐক্যবদ্ধ আন্দোলন সমন্বয় কমিটি। ) Click This Link ১৩ মার্চ ২০০৯ র্জামানের ৭০,০০০ ছাত্র শিক্ষক অভিভাবক টিউমন ফি বৃদ্ধির প্রতিবাদ। Ludwig-Maximillian University of Munich ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ।

ভিডিও দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।