শীর্ষ নিউজ ডটকমের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে ছেলে-মেয়ে সবার জন্য স্নাতক পর্যন্ত সকল শিক্ষাকে অবৈতনিক করা হবে। আমার প্রশ্ন হল এতে দেশের কতটুকু লাভ হবে সেই সমীক্ষা কি করা হয়েছে। সবাইকে স্নাতক না বানিয়ে কর্মমুখী ও বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করাই কি বেশী প্রয়োজন না। এ ধরণের পলিসি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মসংস্থান ও নতুন নতুন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কী প্রভাব পড়বে তা বিবেচিত হওয়া উচিত। এবং সেই আলোচনায় তথ্য ও যুক্তির সমন্বয়ে বিশদ এনালাইসিস থাকা উচিত। কিন্তু সংসদে এ সংক্রান্ত আলোচনায় তেমন কোনকিছু পেলাম না। আমাদের ডিজিটাল ভবিষ্যত এরকম নড়বড়ে পলিসি মেকিং দিয়ে কীভাবে তৈরী হবে তা বোধগম্য নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।