সীমান্তের অতন্দ্র প্রহরী
নানা গবেষনা মূলক কাজে ব্যস্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর নভোচারীগন। তারই ফাঁকে তাদের একটা বড় ইভেন্ট হচ্ছে পৃথীবির বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলা। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের কে মহাকাশ এর ব্যপারে কৌতুহলী করে তোলা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া। সেই ধারাবাহিকতায়ই বুধবার ৩ জুন ২০০৯ 15:47 UTC বাংলাদেশ সময় রাত ৯টা ৪৭ মিনিটের সময় Mahopac Public Library, Mahopac, New York এর সাথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর নভোচারীদের কথোপকথন চলবে যা আমেরিকার লোকজন সরাসরি শুনতে পারবেন 145.80 MHz এ। তবে আমরা যারা বরাবরই এই সকল সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য রয়েছে ইন্টারনেট লাইভ স্ট্রিমিং। ইভেন্টের সময় আপনি সরাসরি তাদের কথোপকথন শুনতে পারবেন। এই লিংককে গিয়ে একটি ক্লিপ ডাইনলোড করে নিন। তা প্লে করলে আপনি ISS School Contact Event এর লাইভ স্ট্রিমিং সার্ভিস এর সাথে কানেক্টেড হয়ে যাবেন, এবার ইভেন্টের সময় তা শুনতে পারবেন। পরবর্তী Contact সিডিউল, কি কি প্রশ্ন করা হবে নভোচারীদের ইত্যাদি তথ্যাদি নিয়মিত এই সাইটে পাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।