আজ অনেক ভোরে উঠেছি। সেই ভোর ৫ তায়,উঠে নামাজ পড়লাম,নফল নামাজ ও পড়লাম।
আজ আমার এস এস সি রেজাল্ট দেয়ার দিন। খুব টেনশন হচ্ছে। গান শুনে মাথা ঠান্দা রাখার চেষ্টা চালাচ্ছি,ব্রেকিং বেঞ্জামিন এর গান।
দুই একটা রোকজেন ও চলছিল। কিন্তু মন টা অশান্ত ছিল। তারপর ৮ টা থেকে ৯ টা ঘুমালাম। ৯ টা এ সৌরভ এর ফোন এ ঘুম ভাংল; এর পর তানভির আর অনি; কিসুক্ষন পর বেরলাম স্কুল এর উদ্দেশ্যে। গিয়ে শুনি হেডসার রেজাল্ট আনতে গেছেন।
আমি তখন সুদিপ্তর বাসায় গেলাম রোহিতের সাথে। সঙ্গে ছিল রুদ্র আর তানভির। সুদিপ্তর বাসায় গিয়ে দেখলাম অরা সরকারী ওয়েবসাইট নিয়ে ঘাতছে,রেজালতের ওয়েবসাইট!অখানে নয়ন আর আরিফুল কে পেলাম,আস্তে আস্তে টেনশন এর মাত্রা বেড়ে যেতে লাগ্ল। বাসায় আসলাম,নিশ এর সাথে ফোনালাপ করলাম,ও যাচ্ছিল রেজাল্ট আনতে!!!এরপর অজু করে নফল নামাজ পরলাম আর রেডি হলাম তারপর। স্কুলে গিয়ে দেখি অনেকে আসছে।
এর মাঝে রুদ্র আবার গাছে উঠে আম পেড়ে খাইল। ১২টা৩০ এ রেজাল্ট দেয়ার জন্য হল রুমে ডাকা হল। আমার রোল টা পরে আসল,এ প্লাস!!!!!!!!!! আমি প্রস্তুত ছিলাম তবুও একটা অজানা অচেনা অনুভুতি আমাকে নাড়া দিতে লাগল,যেন মহাকালের মুহুর্ত গুল এক হয়ে সবেগে আমার সাথে ধেয়ে চলছে। আশ্চয্য এক অনুভুতি,অনিন্দ্য এক সময়। আমি এক মুহুর্ত চিন্তা না করে অনির উপর ঝাপিয়ে গড়াগড়ি।
আম্রা "হল অব ফেম" এ উঠে গেছি!!!!!!!!তারপর স্কুল পুকুরে উদ্দাম সাতার,আনন্দের বন্যা বইতে লাগল চারিদিকে!দুনিয়া তা অনেক সুন্দর লাগতেছিল। এরপর বাড়ির পথে পা বাড়ালাম,বাড়ি তে অপেক্ষা করছে আমার সকল চিন্তার সকল প্রেরনার কেন্দ্র বিন্দু,আমার মা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।