আমাদের কথা খুঁজে নিন

   

হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে কুৎসা ও শাহবাগের আন্দোলনকারি মেয়েদের চরিত্রহনন

কাদের মোল্লা নামের এক ঘৃন্য রাজাকার, গনহত্যাকারির যখন ফাসির আদেশ হলোনা তখন সারা দেশবাসির প্রতিনিধি হয়ে শাহবাগে বসলো কিছু ছেলে কিছু মেয়ে। এরপর তাদের সাথে হাজার হাজার পরে লাখো ছাত্র-জনতা যুক্ত হয়েছে। আন্দোলনকারি এ মেয়েদের চরিত্র হননে বিভিন্ন ব্লগে ও ফেসবুকে নেমে গেছে জামাত-শিবিরের অনুগামিরা। অশ্লিল কুৎসা রটনা করছে তারা এ মেয়েদের নিয়ে। ইসলামে কারো বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটনা কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

যুগে যুগে যেকোন জাতির, সম্প্রদায়ের দুঃসময়ে নারীরা নির্যাতনের বিশেষ করে চরিত্রগত নির্যাতনের শিকার হন। এমনকি যারা দুঃসময়ে অগ্রগামি থাকেন সেসব নারীরাও এ ধরনের আক্রমনের শিকার হন। ইসলামের ঊষা লগ্নে এমন একটি ঘটনা নবীজির অন্যতম স্ত্রী হযরত আয়েশা (রাঃ) এর সাথেও ঘটেছে। বুখারি শরিফে রয়েছে, একবার নবীজির সাথে একটি যুদ্ধে সঙ্গী হন হযরত আয়েশা (রাঃ)। যুদ্ধযাত্রার এক পর্যায়ে বিরতির সময় ভুলক্রমে মরুভূমিতে হযরত আয়েশা (রাঃ) কে রেখেই চলে যায় সবাই।

সকালে সৈন্যদলের ফেলে যাওয়া জিনিসপত্র কুড়িয়ে নেয়ার দায়িত্বে থাকা সাফওয়ান ইবনে মুয়াত্তাল হযরত আয়েশা (রাঃ) কে উদ্ধার করে নিজে পায়ে হেটে হযরত আয়েশা (রাঃ) কে উটের পিঠে চড়িয়ে মূল সেনাদলের সাথে যুক্ত হন। কিন্তু এর পরেও হযরত আয়েশা (রাঃ) এর ব্যাপারে অশ্লিল কুৎসা রটনা করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, হাসসান ইবনে সাবেত, মিসতাহ ইবনে উসামা, হামনা বিনতে জাহাশ এর মতো হাতে গোনা গুটিকয়েক লোক। এর প্রেক্ষিতে কোরন শরিফের একটি আয়াতও নাযিল হয়। এ কুৎসা রটনায় সময়ের এগিয়ে থাকা নারী ও কবি হযরত আয়েশা (রাঃ) র কোন ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে কুৎসা রটনাকারিদের।

কেউ তাদের মনে রাখেনি। হযরত আয়েশা (রাঃ) কে মনে রেখেছে। শাহবাগে আন্দোলনকারি নারীরা জাতির হয়ে দায়িত্ব পালন করছে। তাদের জাতি মনে রাখবে। কুৎসা রটনাকারিদের মনে রাখবে না।

আল্লাহর দরবারে তাদের সফলতা কামনা করি। আল্লাহ আমাদের সঠিক পথে থাকার তৈফিক দিন। # ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.