আমাদের কথা খুঁজে নিন

   

ডুবাই হোটেল বিজনেস

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

ডুবাই হোটেল ব্যাবসা চাংগা এবং সারা পৃথিবীর শীতের দেশের হাজার হাজার মানুষ ঝুকে পরেছে ডুবাই হোটেল গুলোতে। অনেকের ধারনা ছিল অর্থনৈতিক খারাপ অবস্থায় কারনে ডাল ছিজনে আরো অনেকের চাকরী হারাতে হবে কিন্তু হলো উল্টো কারন ডুবাই হোটেল গুলো দিচ্ছে ৫০% এরও বেশি ডিসকাউন্ট। এমনকি কিছু হোটেলে ওয়াটার পার্কে বা রেস্টোরেন্টে পাচ্ছে অতি অল্প টাকায় সুস্বাদূ খাবার এক টিকেট কিনে পাচ্ছে দুই টিকেট। তাই ব্যস্ত হয়ে পরেছে, ফ্রন্ট ডেস্ক রেস্টোরেন্ট, হাউসকিপিং এমন কি পাবলিক এরিয়ার ছেলেরা। তবে যারা পাবলিক এরিয়া বা ওয়াটার পার্কে এবং বিচের রেস্টোরেন্ট গুলোতে কাজ করছেন তাদের অবস্থা আসলে অমানবিক কারণ এখনই তাপমাত্রা ৪২। আর জুন বা জুলাইয়ের কথাত চিন্তাই করা যায় না কি হতে পারে। তবে ডুবাই ল অনুযায়ী ৫০ এর বেশী তাপমাত্রা হলে সকল কাজ স্হগিতের নির্দেশনা আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।