মানুষের একটি সদিচ্ছাই এই পৃথিবীটাকে বদলে দিতে পারে
বোরকা কেবল ধর্মীয় পোষাকই নয় এটা এখন এক ধরণের ফ্যাশন ও বটে ৷ কেবল বোৱকার শোৱুম কৱে অনেকেই ভালো আয় করতেছেন ৷ বোৱকা ফ্যাশন জগতে সবচেয়ে বড় সমস্যা হলো কম দামে ভাল পণ্য খুজে পাওয়া ৷ গত কয়েক মাস হলো আমৱা একটা বোৱকার ফ্যাক্টরী শুরু করি ৷ এতদিন আমরা কেবল আমাদের নিজস্ব শোরুমের জন্যই বোরকা বানাতাম ৷ আর বসুন্ধরার ই কয়েকটি শোরুমে পাইকারী বিক্রি করতাম ৷ দেশের নামি দামী ব্রান্ডের বোরকা ডিজাইনার দের দ্বারা আমরা অত্যাধুনিক ডিজাইন আর কোরিয়ান ক্ৰিষ্টল ষ্টোনের চোখ ধাধানো সব বোৱকা উৎপাদন কৱছি ৷ আমরা চাচ্ছি আমাদের ব্যাবসাৱ পরিধি বাড়াতে ৷ তাই দেশের প্রত্যেক জেলা, উপজেলা ও বিভাগীয় শহর গুলিতে আমাদের এজেন্টের মাধ্যমে পণ্য বিপনন কৱতে চাই ৷ আপনি যদি প্রতি মাসে কমপক্ষে 20 টি বোরকা সেল কৱতে পাৱেন তবে আমৱা আপনাকে আমাদের এজেন্ট হিসেবে পণ্য দিবো ৷ আথবা কেউ যদি নিজস্ব বোৱকার শোরুম দিতে চান আমৱা আপনাকে কম মুল্যে পণ্য সরবৱাহ করে সাহায্য কৱবো ৷ যদি কেউ স্যাম্পল দেখতে চান তবে আমাদের অফিস বা শোরুমে চলে আসুন ৷ অথবা স্যাম্পল পাচ ছয় পিস নিতে চান তবে আমাদের মেইল বা ফোন কৱুন ৷ (দয়া করে পারসোনাল দু এক পিসের জন্য ফোন না করে আমাদের শোরুমে আসবেন ৷ শোরুমে আমাদের ফ্যাক্টরী ছাড়াও ইম্পোর্টের বোরকা রয়েছে)
01720978170 , 01715365573
উত্তরা অফিস : 9 নং সেক্টর, নাভানা, ঢাকা ৷
বোৱকার ডিজাইন গুলি দেখতে এখানে ক্লিক করুন Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।