আমি কবি না যে রাত জেগে বৃষ্টির রাতে কবিতা লিখি , সাহিত্তিকও না, আমি সাধারন মানুষ... মাথায় খালি এইটা ঢুকে না যে, মানুষ কেন বলে "বৃষ্টির রাতে মজা করে ঘুমাই"...ঠান্ডা ঠান্ডা লাগে দেখে ? একটু আরামে ঘুমানো যায় দেখে ?? তাইলে তো শীতকালই ভালো...
বৃষ্টির রাতে যদি মেঘের গর্জন/ডাক না শুনলাম, বৃষ্টির পানির ফোটা না উপভোগ করলাম, অনবরত বৃষ্টি পডা না দেখলাম , তাইলে কি দেখলাম ?? গ্রামের বৃষ্টি আরো সুন্দর কারন বাংয়ের ডাক, টিনের চালে বৃষ্টির শব্দ, ঝি ঝি ডাক... অন্ন রকম আমেজ... শহরে এইসব আমরা পাই না, তাও বলবো রাত জেগে বৃষ্টি উপভোগ করার মজাই আলাদা...ঘুমায় গেলে (পরেরদিন অফিস থাকলে অন্ন কথা) সেই মজাই তো শেষ... কাথা দিয়ে ঠান্ডা ওয়েদারে ঘুমানো তো শীতকালেই বেশি যায়... তাই আমি বৃষ্টির রাতে ঘুমাতে চাই না... এক/দুই রাত নাইলে নাই বা ঘুমাইলাম...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।