wanna know and show everything I can......
বি ডি আর ঘটনার তদন্ত চলছে। চলতে থাকবে। একদিন সব স্থবির হয়ে যাবে। বিচার ও হবে। কিন্তু সব রাঘব বোয়াল বের হয়ে যাবে।
ধরা পড়বে কিছু ছুনোপুঁটি। শাস্তি হবে অনেক নিরীহ ব্যাক্তির। যারা, নিরীহ ব্যাক্তিরা, এসেছে দেশকে রক্ষার ব্রত নিয়ে। জীবনের মায়া ত্যাগ করে। শুধুমাত্র দেশের জন্য।
দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য।
কিন্তু, একটি ঘটনা সব কিছু উল্টে পাল্টে দিলো তাদের সেই স্বপ্নকে। তাদের কাছে এখন একটাই আপসোস। কেন তারা জীবনের বড় ভুলটি করলো। কেন তারা নিজেকে দেশের কাজে নিয়োজিত করলো।
তাদের সামনে কিছু স্বার্থান্বেশী মহল অনেক নিরীহ উচ্চপদস্থ সেনাকর্মকর্তাকে নির্মমভাবে খুন করে, দেশের আইনকে, স্বার্বভৌমত্বকে বুড়ো আংগুল প্রদর্শন করে পালিয়ে গেলো। এতো অল্পসময়ে স্বাধীন দেশের অভ্যন্তরে এতজন উচ্চপদস্থ সেনাকর্মকর্তার খুন সত্যিই সবাইকে ভাবিয়ে তুলে।
প্রকৃত দোষীদের বের করতে না পারলে কোনো লাভ হবে না এই বিচারের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।