পড়ি, লিখি ও গান শুনি, আড্ডা দেই..
একটি শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের বউ হয়েছিল সাহানার মা । তার মায়ের বিয়ের নয় মাসের মাথায় সাহানার জন্ম হয়। জন্মের সময় শাহানা অনেক শারিরিক জটিলতা নিয়ে এসেছিল পৃথিবীতে। আকৃতিও ছিল অনেক ছোট। জন্মের কয়েকদিনের মধ্যে তার মা-বাবার ছাড়াছাড়ি হয়।
কারন হিসেবে শাহানার একটু সময়ের আগে আসাকেই দায়ী করা
হয়। সীতার মতো সতিত্বের পরীক্ষা দিতে চান নি তার অভিমানি মা । আর সে সময় ডি এন এ টেস্টের ব্যবস্থা ছিল না । তাই তাকে কলঙ্ক মাথায় নিয়ে সংসার ছাড়তে হয়েছে। পরে তিনি আত্মহত্যা করেন।
সারাজীবন শুনে এসেছেন কতটা অবাঞ্চিত ছিলেন তিনি। তবুও সাহানা অনেক বড় হয়েছেন, লেখাপড়া করে তিনি নিজেই এখন অধ্যাপনা করেন। কিন্তু বিয়ে করে সংসার করার সাহস পাননি। তার মায়ের এই অপমান কিছুতেই মেনে নিতে পারছেন না। প্রতিবাদ করার কোন উপায়ও সহজ মনে হয়নি।
দিনে দিনে হয়ে উঠছেন মানষিক রোগীতে। আপনারাই বলুন .............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।