অশান্ত ধমনী, দৃপ্ত হৃদস্পন্দন, আজন্ম দহন-- সব স্বপ্ন সমীপে!
মানুষের ভালো থাকার কিছু পূর্বশর্ত আছে---
মানুষ কখনও এমনি এমনিই ভালো থাকেনা-।
এ ক্ষেত্রে মূল্যবান হল তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও ভাবনা।
আমার চাহিদা যদি সবসময়ই অপরিসীম থাকে তাহলে কখনও কোন কিছুতেই আমার আত্নতৃপ্তি বা পরিতুষ্টি মিলবে না ।
কারো কাছে চাওয়াটাই যদি সীমিত থাকে তাহলে প্রাপ্তিটাকে অনেক বড় মনে হয়।
যেমন আমার সচেতন মন কখনও কারো কাছে কিছু আশা করে না --তাই ব্যক্তি হিসেবে আমি যথেষ্ট সুখী----
কিন্তু অবচেতন মন ভূল করে---(সত্যিই ভূল করে........!)
ভালোবাসা এক্সপেক্ট করে ফেলেছে ----
তাই অযাচিত কষ্ট পাচ্ছে.....!
সুতরাং প্রিয় পাঠক.....
আকাংখা আর অভিলাষ কমান........
ভালো থাকবেন...!!!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।