আমাদের কথা খুঁজে নিন

   

সুব্রত'র জন্য আঁকা এই ছবি

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

এখানে, এই সাদা ক্যানভাসে একটি জলছবি আঁকা হবে, একটি কবিতা। প্রথমে গভীর অরণ্য শেষে মাঠ পেরোতেই একজোড়া দুধসাদা জল পুকুরের ছবি মাঝখানে কাল মায়াবী পাথর, আর চারপাশ ঘেরা সরু একঝাঁক প্রেমগাছ। জোড়া পুকুরের মাঝখান থেকে ক্রমশঃ উঠে যাওয়া অদ্ভূত নিটল পাহাড়; পাহাড়ের গুহামূল থেকে অবিরত কাঙ্খিত প্রেমশ্বাস ঝরে। এরপর স্বাপ্নিক এক মুক্তোর খনি সূর্যের দেখা পেয়ে আড়ালে বেড়িয়ে এলে মেঘহীন আকাশে যেন বিদ্যুৎ জ্বলে। খনি পেরিয়ে গেলে বিশাল সাইনবোর্ড নির্দেশ দেয়-''এভাবে এগিওনা,ক্ষতি হবে। তোমাদের চিঠিগুলো এখানেই রেখে যাও।'' এরপর..... থাক এভাবেই পড়ে এই অর্ধেক জলছবি কবি সুব্রত রঙ দিবে;এটা তারই তো! আমরা শুধু ছাপটুকু তুলে ধরি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।