আমাদের কথা খুঁজে নিন

   

Absolute and Relative

েদশটােক গড়েত চাই

যুক্তিবিদ্যার যে পদ অপর কোন পদের উপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ পদ বলে, যেমন -ামানুষ, পানি, মাটি। অপরদিকে যে পদের অর্থ অপর কোন পদের উপর নির্ভরশীল তাকে আপেক্ষিক বা রিলেটিভ পদ বলে।যেমন- ছাত্র কিংবা শিক্ষক। ছাত্র- শিক্ষককে যুক্তভাবে পরস্পর নির্ভরশীল পদ বা কোরিলেটিভ টার্মস বলে। দর্শনে অনন্য নির্ভর সত্তাকে এ্যাবসলিউট এবং নির্ভরশীল সত্তােকে আপেক্ষিক সত্তা বা রিলেটিভ বলা হয়। অনন্য নির্ভর সত্তাকে অপর কোন সত্তার উপর নির্ভরশীল নয় ; অপর কোন সত্তার সঙ্গে সে যুক্ত নয়। অনন্য নির্ভর সত্তা স্বয়ংসম্পূর্ণ। তার কোন পরিবর্তন নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।