আমাদের কথা খুঁজে নিন

   

দোষারোপের রাজনীতি ও চাপাবাজি

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

পিলখানার ঘটনায় সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনের কিছু কিছু তথ্য পত্রিকায় প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। যাতে বর্তমান ক্ষমতাসীন দলের কয়েকজন মন্ত্রী এমপির নাম ও ক্ষমতাসীন দলের কিছু রাজনীতিবিদদের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ করায় আজকে সৈয়দ আশরাফুল, সাজেদা চৌধুরীর চেঁচামেচি, চিৎকার শুনে মনে হচ্ছে গলাবাজিতে এই দলের যে ঐতিহ্য তার বহাল রাখতেই তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার অপচেষ্টা করছে। চাপাবাজিতে এই দলের পুরাতন ইতিহাস আমরা আর দেখতে চাই না। আমি এখানে পরিস্কার করে বলতে চাই, দেশের প্রতি ন্যুনতম দেশপ্রেম যাদের আছে তারা পিলখানার এই ঘটনা নিয়ে কোন রাজনীতি চাইবেন না। প্রকৃত দোষীদের আড়াল কারার প্রচেষ্টায় সরকার সফল হলেও চিরদিন এই দল ক্ষমতায় থাকবেনা।

মনে রাখতে হবে, প্রকৃত দোষীদের বিচার না করে যেন তেন করে তদন্ত রিপোর্ট অথবা বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতাসহ সব কিছু যদি আইন অনুযায়ী না হয় তাহলে দেশে একটি অস্থিরতা দেখা দিবে। আমাদের মনে রাখতে হবে, সারাদেশে হাজার হাজার বিডিআর সদস্যের পরিবার আত্নীয় স্বজন রয়েছে, হত্যাকান্ডসহ নানা ধরণের অপকর্মে সকল সদস্য যেমন জড়িত ছিল না তেমনি সকলে দোষীও নয়। সেক্ষেত্রে প্রকৃত দোষীদের আড়াল করলে জনমনে সন্দেহ সংশয় দেখা দেবে। এতে করে দেশের স্থিতিশীলতার জন্য যেমন হুমকি তেমনি, আমাদের গৌরবময় এই বাহিনীকে ধ্বংসের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। সরকার এ বিষয়ে সদিচ্ছা দেখাচ্ছে এমনটি মনে করার কোন কারণ নেই।

বিদ্রোহ হয়েছে, সেনা অফিসার মারা গেছে, তাতে গোটা বাহিনীর নাম পরিবর্তন করতে হবে এমনটা আমরা মনে করি না। দোষী যারাই হোক তাদের দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কোন পদক্ষেপ সরকার নিবে না জনগণের প্রত্যাশা কিন্ত এটাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।