আমাদের কথা খুঁজে নিন

   

আনাপ্য নীল হীরা

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

মিঞাভাই সোনারির দোকানে প্রবেশ করে হা করে একটা আংটির পানে তাকিয়ে থাকলে চাটুকার মত সোনারী হাত পা মলে বলল, জনাব আপনার জন্য কি করতে পারি? মিঞাভাই কপাল কুঁচকে বললেন, ‘ওই মিঞা নরসুন্দরের সাথে দেখ করনা কেন? তুমি আমার জন্য কিছুই করতে পারবেনা। ’ ‘তাইলে দয়া করে বলুন হুঁচুট খেয়ে আমার দোকানে প্রবেশ করেছেন কেন?’ সোনারী থোড়া রাগ করে বলল। ‘ওই আংটিটার দাম জানতে চাই কমসম বললে ক্যাশ দেব?’ মিঞাভাই বললেন। এবার দোকানি আকাশ থেকে পড়েছে এমন ভান করে পাশের দোকান থেকে নকল হাসি ভাড়া করে শত কষ্টে হেসে বলল, ‘কিনতে চাইলে এবং দাম জানতে চাইলে বলতে পারব, তয় দাম কষাকষি করে কমিয়ে বলতে পারবনা বাজর বজর মন্দা। তাই এক দামে কিনতে হবে।

দাম বেশী নয় মাত্র ৬.৫ মিলিওন। থুক্কু দুঃখিত টাকা বা ডলার নয় পাউন্ড। ’ দাম শুনে মিঞাভাই বিষম খেয়ে বললেন, ‘দূর বেটা মাতিছ না তুই আমারে থোড়ার দায় মারিলিছলে। আমি কিতা তেলআলা না কিতা আমার বাড়ি লাউতলা। হরি যা আমি বাড়িত যায়রামগি।

’ এই আংটির দাম ৬.৫ মিলিওন পাউন্ড। আমি মজা করছিনা। Rare blue diamond সার্চ করে দেখনেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.