আমাদের কথা খুঁজে নিন

   

WALL- E (সিনেমা রিভিউ)

স্বপ্নচূড়া ঐ দেখা যায় !!
বাইশ শতকের ঘটনা । এ পৃথিবী মানুষের ব্যবহৃত আবর্জনায় বসবাস অযোগ্য হয়ে পড়েছে । মানবজাতি তার নিজেদের ভবিষ্যত রক্ষার জন্য এক বিশাল স্পেস শিপ এ করে মহাশূণ্যে পাড়ি জমিয়েছে । পৃথিবীকে বসবাসের জন্য আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে রেখে গেছে ওয়াল-ই নামের কিছু রোবট । কিন্তু সময়ের সাথে সব রোবট অকোজো হয়ে পড়ে ।

একটি মাত্র রোবট টিকে থাকে । সেটিই কাজ করতে থাকে আপন মনে ! পৃথিবী বসবাসের যোগ্য হলো কিনা তা জানতে একটি ছোট স্পেসশিপ থেকে ইভা নামের আরেকটি রোবট কে পৃথিবীতে নামিয়ে দেয়া হয় । ইভার সাখে ওয়াল-ই‌র ভাল লাগার সম্পর্ক গড়ে উঠে । ওয়াল-ই ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা একটি গাছের চারা ইভা কে উপহার দিলে ইভা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় । পরে ইভাকে তুলে নিতে ছোট স্পেসশিপটি পৃথিবীতে নামলে ওয়াল-ই কৌশলে সেই যানে চড়ে বসে এবং পৌছে যায় মহাশুন্যের সেই জায়গায় যেখানে মানুষ বিশাল সেই স্পেসশিপ এ বসবাস করছে ।

তার পর ঘটতে থকে মজার সব ঘটনা । ডিসনী পিক্সার এর এই এনিমেশন ছবিটি দেখে ভালো লাগবে আশা করি ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।