আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ জেগে থাক ..জেগে থাক লাকি....জেগে থাক আমাদের বিপ্লব...

বেশী কিছু লিখার নেই..কারণ বেশী কিছু জানাও নেই। । আমার দৃষ্টি এখন নিবদ্ধ শাহবাগের গণজাগরণ চত্বর কাঁপানো অগ্নিকন্যা লাকি আক্তার এর দিকে। অসীম ধৈর্যশক্তি, তেজোদ্দীপ্ত কণ্ঠ আর অনলাইন যুদ্ধ তাকে ইতোমধ্যেই দিয়েছে সমধিক পরিচিতি। লাখো জনতার ভীড়ে "লাকি আক্তার" হয়ত একজন, কিন্তু তাকে ইস্যু বানিয়ে মতানৈক্য যদি প্রকট হয় তাহলে তবে সেটা হবে তাদের নিজের পায়ে নিজেই কুড়াল মারা।

তাকে এই আন্দোলনের তুরুপের তাস হিসেবে এখন কে ব্যবহার করে বা করার চেষ্টা করে এটাই দেখার বিষয়, তবে যেই করুক না কেন সেটা আগুন নিয়ে খেলার চেয়ে কোন অংশে কম না। রাজনৈতিক বিভাজন আসলে আর মুখ্য যায়গায় নেই, কারণ শাহবাগের প্রতিবাদের মাইকের সামনের মানুষটি গণ দাবীর সাথে একাত্মতা প্রকাশ করা আপনি, আমি বা যে কেউ । সোনার ছেলেদের, সোনার দলের সর্বত্র অবাধ অনুপ্রবেশ থাকলেও এটা মনে রাখার সময় এসেছে যে...এই আন্দোলন সোনার দলের না, সোনার ছেলেদেরও না...এই আন্দোলনকে দলীয় রং দিতে গিয়ে ব্যর্থ হয়ে আজে বাজে মন্তব্য করলেই বা দুর থেকে "বাহবা বেশ" বললেই আন্দোলন আপনাদের পক্ষে বা বিপক্ষে যাবে না। বরং তাদের প্রমাণ করতে হবে, যে তারা আমাদের (গণমানুষের) পক্ষে আছেন কি না! তারুণ্যের এই আবেগকে, দেশপ্রেমকে মূল্য না দিলে বা এই ইস্যুতে কোন সমঝোতা বা আতাত করলে আখের ভালো হবে না সেটা বলাই বাহূল্য। মনে রাখুন....আতাতকারীদের মরিয়া হয়ে আছে: আরো মরণ কামড় অপেক্ষা করছে শাহবাগে।

বিপ্লব আসে রক্তে ভেজা পথ পেরিয়ে, আর দিন বদলের স্বপ্ন আসে সেই বিপ্লবের ডানায় চড়ে। হয়ত গণজোয়ারে ভেসেই আমরা অনাকাংখিত অথচ প্রত্যাশিত নতুন কিছু পাবো... যেমন করে আমরা চেয়েছিলাম স্বায়ত্বশাসন, অবশেষে পেয়েছিলাম স্বাধীনতার স্বপ্নসাধকে আমাদের হাতের মুঠোয়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.