আমাদের কথা খুঁজে নিন

   

‘ফাঁসি চাই’ স্লোগানে কাদের মোল্লার স্বজনও

পাহাড় ও প্রকৃতি আমায় ডাকে। ছয় দিন ধরে শাহবাগে ফাঁসির রায়ের দাবিতে স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন আব্দুল কাদের মোল্লার এক স্বজনও। মো. মনির হোসেন নামে এই তরুণ জানালেন, সম্পর্কে নানা হলেও সব মানুষের সঙ্গে তিনিও জামায়াত নেতার ফাঁসি চান। মনির বাংলাদেশ ছাত্রমৈত্রীর ঢাকা মহানগরের সদস্য। এই সংগঠনটি যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার।

কাদের মোল্লার সঙ্গে সম্পর্কের বিষয়ে মনির বলেন, কাদের মোল্লা তার চাচা মিজানুর রহমানের শ্বশুর মাইনুদ্দিন মোল্লার ছোট ভাই। গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় হওয়ার পরপরই শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু হয়। এই বিক্ষোভের ষষ্ঠ দিন রোববার গণমাধ্যমে প্রকাশ পায়, কাদের মোল্লার স্বজন হয়েও আন্দোলনে শামিল মনির। এই তরুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিকে লজ্জায় কাউকে পরিচয় দিতাম না, রাজাকারদের আমি ঘৃণা করি। ” কবি নজরুল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র মনির জানান, প্রথম দিন থেকেই শাহবাগে আন্দোলনে রয়েছেন তিনি।

তিনি জানান, কাদের মোল্লার সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক তৈরি হয়। “তবে আমি কখনো তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখিনি,” বলেন মনির। মনিরের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মানোয়ার হোসেনও ছিলেন। তিনিও আন্দোলনে মনিরের সক্রিয়তার কথা জানান। মনিরের বিষয়ে ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সংসদের সভাপতি বাপ্পাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানি, মনির কাদের মোল্লার আত্নীয়।

তবে সে আমাদের সক্রিয় কর্মী। “আমরা তাকে নিয়ে গর্ব করি, কারণ যুদ্ধাপরাধীর আত্মীয় হওয়ার পরও সে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি করেছে। ” সূত্র বিডিনিউজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.