আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই।কসাই কাদেরের ফাঁসি চাই।

ভাবতে ভালো লাগে আমরা জনগণ কী গাজা খাই ?? আমরা কী কিছু বুঝি না । । বুজলামনা আওয়ামীলীগ কী দেশের মানুষ গুলারে গরু ছাগল মনে করে,তারা খালি রাজনীতি বুঝে আমরা বুঝি না ??? বাচ্চু রাজাকার দেশে নাই বলে তারে সবার প্রথম এ ধরে রায় দিয়া দিলেন ফাঁসি। । আর যে আপনার সামনে আছে তাকে দিলেন যাবজ্জিবন ।

। মঘের মুল্লক না কী ??? দিলে দিবেন সব হারামির ফাঁসি। না হলে বন্ধ করবেন আপনাদের নোংরা রাজনীতি । । আর এই রায়ের দায় শুধুই আওয়ামী সরকারের! ধিক বিএনপি ধিক আওমিলীগ তোদের মত খাই খাই রাজনীতির জন্য আজও রাজাকারদের গাড়িতে ওড়ে স্বাধীন দেশের শহীদ দের রক্তে ভেজা পতাকা ।

। আর হ্যাঁ প্রধানমন্ত্রী ও জাতির আপু শেখ হাসিনা যদি তার পুলিশবাহিনী দিয়ে জামাত শিবির দের ঠেকাতে না পারে তবে এই মুহূর্তে ঘোষণা দিক ''' যারা জামাত শিবির পেটাতে পারবে তারা মুক্তিযোদ্ধার খেতাব পাবে'' বাকিটা আমরা দেখতাছি। আমরা মাঠে নামব। লাগবেনা কোন লীগ আমরাই যথেষ্ট। আমরা জাতিও বেঈমান হয়ে অভিশাপ নিতে চাইনা।

আর এইটা যদি না পারেন নিজের সম্মান নিয়া সসম্মানে পদত্যাগ করুন নাইলে জুতার বাড়ি একটাও মাটিতে পরবেনা। পাবলিক খেপলে কি হয় এইটা ভালই জানেন............ কাদের মোল্লার রায় প্রমান করলো সরকার জামায়াতকে ভয় পায় আর জামায়াত প্রমান করলো তারাই শক্তিশালী! শেষ কথা, আসবেই যেন সুদিন আবার, মুছে ফেলো জল তুমি চোখের কোণে তোমার। বোবার ভাষা নেই কেন কোন আশা নেই, তাইতো তোমার লক্ষ্মী ছেলের হাতে হাতিয়ার, তোমার ছেলেরা মাগো থাকবেনা পরাধীন আর, রবেনা সেই শকুনি শাসন সব্বাই সাবধান হুঁশিয়ার!! দেশদ্রোহী বাংলা ছাড়!! এখনি তোরা বাংলা ছাড়!! দালাল তোরা বাংলা ছাড়!! সব রাজাকার বাংলা ছাড়!! দিন বদলের স্বপ্ন বুকে এই প্রজন্ম ভাঙ্গবে দেয়াল, মানবতার মুক্তিযুদ্ধে প্রেম হোক আমাদের হাতিয়ার। নোংরা খেলা খেলিস তোরা সব কুকুর বিড়াল, ক্ষমতার ঘেও ঘেও, পা চাঁটার ম্যাও ম্যাও, চেটে পাড় পাবিনা তোরা কেও। দেশদ্রোহী বাংলা ছাড়!! এখনি তোরা বাংলা ছাড়!! দালাল তোরা বাংলা ছাড়!! সব রাজাকার বাংলা ছাড়! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.