আমাদের কথা খুঁজে নিন

   

উপেজলা চেয়ারম্যান ৩২ লক্ষ টাকার গাড়ি হাঁকাবে অসুবিধা কি?



উপেজলা চেয়ারম্যানরা ৩২ লক্ষ টাকার গাড়ি হাঁকাইবে অসুবিধা কি? ৪২০ টি গাড়ি ক্রয়ের জন্য একশত চৌত্রিশ কোটি টাকা ব্যয় হইবো অসুবিধা কার? গাড়িগুলি পরিচলনার জন্য ড্রাইভার, তেল, যন্ত্রপাতি, মেরামত, গ্যারেজ বাবদ পাঁচ বছরের মেয়াদে পঞ্চাশ কোটি অশি লক্ষ টাকা খরচ অইলে অসুবিধা কাদের? অসুবিধা অনাহারী অধেপেটা খাওয়া মানুষের। অসুবিধা কৃষকের, শ্রমিকের, সাধারণ জনতার, যারা ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে, এই সরকাররে ক্ষমতায় অনছে। তাগো পশ্চাদদেশ দিয়া নাল সূতা বাইর অইবো, চেয়ারম্যানরা গাড়ি হাঁকাইয়া হ্যাগো ঘুম পাড়াইবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।