এবারে ঈদ ও পুজা কাছাকাছি পড়েছে । টাকাওয়ালারা নেমে পড়েছে রাজনীতি করতে । প্রেসগুলোতে সালামআলীদের দৌড় ঝাপ চলছে।যারা বানান ভালো জানেন তাদের কদর কিছুদিনের জন্য বেড়েছে। গ্রাম-গঞ্জ থেকে ঢাকার বিভিন্ন হোটেল ভরে যাচ্ছে নব্য টাকাওয়ালায় । এইসব সালাম আলী,খেদমত আলীদের পাকড়াও করার অভিযানে নেমেছিল দুদক নামের একটি সংগঠন ।কিন্তু পাঠক প্রেস আর নগরীর হোটেলগুলোর দিকে তাকিয়ে দেখুন দুদক কতোটা সফল! ঢাকার গুটি কয়েক রাজনৈতিক ব্যক্তিত্বকে ধরে তাদের জেলের নামে হাসপাতালে জামাইর আদরে রেখে নিজেরা রাষ্ট্রের কতটাকা কী করেছে সেটাই এখন দেখবার বিষয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।