আমাদের কথা খুঁজে নিন

   

হেল্প চাইঃ মাউসের সিঙ্গেল ক্লিকে একা একাই ডাবল ক্লিক হয়ে যায়

ইহা একটি তেলাপোকা ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত।

আমার মাউসে সিঙ্গেল ক্লিক করলে সেটা প্রায়ই ডাবল ক্লিক হয়ে যায়, নিজের খেয়ালখুশি মত বেশিরভাগ সময়ই। অপারেটিং সিস্টেম রিইন্সটল করলে চারপাঁচ দিন ঠিক থাকে, তারপর আবার সেই একই সমস্যা। আমি কোন টেক্সট সিলেক্ট করতে পারছি না, ড্র্যাগ করা যাচ্ছে না। রাইট, লেফট, মিডল সবগুলো ক্লিকেই এ ধরনের সমস্যা করছে।

যেমন: মিডল ক্লিকে "open in new tab" করলে একই লিংক দুইটা ট্যাবে খুলছে। এমনকি পিসির কোন ফোল্ডারে ঢোকার জন্য একটা ক্লিক করলে চারপাঁচটা ক্লিক পড়ে অনেক ভেতরে (sub-folders) চলে যায়। Tools>Folder Options এ আমার Double Click to Open a File, Single to Select সিলেক্ট করাই আছে। সুতরাং, সেখানে সমস্যা না। কন্ট্রোল প্যানেল থেকে মাউসের ডাবল ক্লিক স্পীড বাড়িয়ে কমিয়ে সব ভাবে চেক করে দেখেছি, লাভ হয় নি।

মাউসের ড্রাইভার রিইন্সটল করেও কাজ হয় নি। এটা কি কোন স্পাইওয়্যারের জন্য হচ্ছে? আমি সিম্যান্টেক কর্পোরেট এন্টিভাইরাস (নরটন) ১০.৫ দিয়ে পুরা পিসি স্ক্যান করেছি, কিছুই পায় নি। গুগল সার্চ করে দেখলাম, সবাই এটাকে মাউসের সমস্যা বলছে, কিন্তু পিসিতে অন্য মাউস লাগিয়ে দেখেছি, কিছুক্ষণ ঠিক থাকে, তারপর আবার ডাবল ক্লিক হয়ে যায়। তাছাড়া উইন্ডোজ এক্সপি নতুন করে ইন্সটল করলে চারপাঁচ দিন ঠিক থাকে, তার মানে মাউসের সমস্যা না এটা। কি করব ভাই, কেউ হেল্প করেন প্লীজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.