আমাদের কথা খুঁজে নিন

   

ন্যশনাল আইডি কার্ড এখন কুত্তার গলায়ও ঝুলবে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ন্যাশনাল আইডি কার্ডের দেদারছে নকল হচ্ছে দেখে আমারও সাধ হইছিলো আমার কুত্তার জন্যও একটা আইডি কার্ড বানানোর। জাস্ট ফর এক্সপেরিমেন্ট। নীলক্ষেতে গেলাম। যথারীতি কুত্তাডারে দেখাইয়া কইলাম এর বয়স দেড় - নাম বনেট। পাঁচমিনিটের মধ্যে তৈরী হয়ে গেলো ন্যাশনাল আইডি কার্ড।

লেমিনেটেড। দাম পড়লো একশটাকা। আমি সেই কুত্তাডারে নিয়া গেলাম ব্যাংকে একাউন্ট করতে। এইচএসবিসি। ন্যশানাল কার্ড যেহেতু আছে সুতরাং ব্যাংক একাউন্ট তার হতেই পারে।

ব্যাংক কর্মকর্তারা আমার যুক্তি মেনেও নিলেন। এমন ঘটনা কাল্পনিক নয়। এখন বাংলাদেশেই সম্ভব। ন্যাশনাল ডাটাবেইজকে নাগরিক সুবিধা প্রদানকারী সংস্থাকে ব্যবহার না করতে দিলে এমন হওয়া এখন সময়ের ব্যাপার। ব্যাংক, এয়ারলাইন্স, আইনপ্রয়োগকারী সংস্থা, স্কুল-কলেজ সহ ওয়াসা, ডেসা, টেলিফোন সংস্থা, হাসপাতাল, স্থানীয় সরকার প্রশাসন সহ নানাবিধ জায়গায় ন্যাশনাল ডাটাবেইজ থেকে তথ্য সরবরাহের যদি সিকিউরড কোন মেকানিজম ডেভলপ না করা যায় তবে এই আইডি কার্ড কুত্তার গলায় ঝুলানো ছাড়া আর কোন মানে রাখে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।