আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ে নিন ন্যশনাল আই ডি কার্ড

আজ নিয়ে এলাম ভোটার আইডি কার্ড ! পেওনার একাউন্ট করেন , পায়যা ভেরিফাই করেন বা মানিবুকার যারা ফরেক্স এ ট্রেড করেন তাদের ও একাউন্ট ভেরিফাই করতে প্রয়জন ভোটার আইডি কার্ড কিন্তূ যাদের নেই ! যাদের পাসপোর্ট ও নেই তাদের যালার ও শেষ নেই। তাই আমি আজকে নিয়ে এলাম নকল ভোটার আইডি কার্ড যা দিয়ে ভেরিফিকেসন এর কাজ চালিয়ে দিতে পারবেন অনায়াসে। তবে আইডি কার্ড এর নাম্বার কিভাবে দেবেন তা সম্পরখে একটু জেনে নেন আগে।
আপনারা দেখবেন আইডি কার্ড এর নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি।
কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি?
১।

এর প্রথম ২ সংখ্যা - জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬।
২। পরবর্ত্তি ১ সংখ্যা - এটা আর এম ও (RMO) কোড।


সিটি কর্পোরেশনের জন্য - ৯
ক্যান্টনমেন্ট - ৫
পৌরসভা - ২
পল্লী এলাকা - ১
পৌরসভার বাইরে শহর এলাকা - ৩
অন্যান্য - ৪
৩। পরবর্ত্তি ২ সংখ্যা - এটা উপজেলা বা থানা কোড
৪। পরবর্ত্তি ২ সংখ্যা - এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
৫। শেষ ৬ সংখ্যা - আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।
বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল
সুতরাং ইচ্ছামত নাম্বার দিয়েন না নিয়ম মত দিন আর ভেরিফাই করে নিন আপনার একাউন্ট।

আর হ্যা আর একটি ডকুমেন্ট প্রয়জন হয় তা হল কারেন্ট বিল বা ব্যাংক স্টেটমেন্ট এই দুটোর PSD বা ভালো কপি আমার কাছে নেই কারো থাকলে সেয়ার করবেন।
বিঃ দ্রঃ দয়া করে এই কার্ডটি কোন খারাপ কাজে অর্থাৎ অবৈধ ভাবে বাংলাদেশ এ কোন কাজে যেমন ব্যাংক একাউন্ট করতে কাজে লাগাবেন না ।
ডাউনলোড ইমেজ
ডাউনলোড খালি ইমেজ
ডাউনলোড এ. আই.
সব ডাউনলোড

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.