বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
চাঁদটা তুমি নিতে পার চামচে
কিংবা, ক্যাপসুলে- দু-ঘন্টা পর পর ।
সম্মহোক এবং উত্তেজনা প্রশমনে চাঁদ অব্যর্থ;
উপরোন্ত যারা অতিরিক্ত দর্শন চর্চা করে ক্লান্ত হয়ে গিয়েছে
চাঁদ তাদের জন্যও উপকারী।
তোমার মানিব্যাগে এক টুকরো চাঁদ
খরগোশের পায়ের চেয়েও ভালো কাজে দেবে।
সাহায্য করবে সঙ্গী খুঁজতে কিংবা
ধনী হতে সবার অজ্ঞাতে।
ডাক্তার ও ক্লিনিক রাখে দূরে চাঁদ
বাচ্চাদের দিতে পার ক্যান্ডির মত
যখন তারা ঘুমাতে যায় না।
বৃদ্ধের চোখেও ক’ ফোঁটা চাঁদ
তাদের শান্তিতে মরতে দেয়।
তোমার বিছানার নিচে রাখ
চাঁদের নতুন পাতা ।
দেখবে কি করতে চাও তুমি।
বোতল ভর্তি চাঁদের বাতাস রেখ সব সময়;
জলে ডুববে না।
চাঁদের চাবি দাও কয়েদিদের
আর যাদের মন খারাপ;
যারা মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
আর যারা পেয়ে গেছে মুক্ত জীবন ।
চাঁদের চেয়ে ভালো ঔষধি নেই
নিয়মিত ঠিকঠাক মাত্রায়।
ইংরেজি অনুবাদ: ডবলিউ. এস মেরউইন
হাইমে সাবিনেস সম্বন্ধে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।