বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
এই পৃথিবীতে কারো মা আছে, কারো মা বেঁচে নেই। আসলে মা যে কি জিনিস! কি তার অনুভুতি! সেটা আসলে বলে বোঝানো যাবে না। সমস্ত দুঃখ কষ্ট আর হতাশায় যখন দুনিয়া নিমজ্জিত তখন মায়ের আঁচলের ছায়াই যেন শান্তি।
এক মা তার শিশুকে তিল তিল করে গড়ে তোলে তার জঠরে।
সেখানে নয় মাস দশদিন তীব্র যন্ত্রনা পোহাতে হয়। তবুও তাতে কোন মায়ের ভ্রু-কুচি হয় না। ওটাই যেন তার আনন্দ।
তারপর শিশু ভুমিষ্ট হওয়ার পরে, প্রতিদিন তিল তিল করে বড় করে সে। সেই সন্তানকে আমৃত্যু স্নেহের পরশ দিয়ে যায়।
কোন অভিযোগ নাই তার। কোন দুঃখ নাই তার।
পৃথিবীতে প্রত্যেকটি কাজের পিছনে একটা কারণ থাকে, একটা স্বার্থ থাকে। আমরা কোন না কোন কাজ করি একটা স্বার্থের জন্য। কিন্তু একটা সন্তানকে স্নেহের পিছনে কি স্বার্থ আছে মায়ের? নাই কোন স্বার্থ নাই।
কোন স্বার্থ নাই।
জীবনের প্রত্যেকটি মুহুর্তে মা'কে আমরা ভালোবাসবো। যার মা যেখানেই থাকুক। আসুন মা'কে উদ্দেশ্য করে একটা কথাই বলি,
"মা' আমি তোমাকে প্রচন্ড ভালবাসি। মা' তুমি আমাকে মাফ করো।
"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।