আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে।
যখন আমি শুধুই মেয়ে
পাহাড় ডিঙানোর স্বপ্নে বিভোর
সারা দিনমান বেবাক ভুলে।
ভ্রুকুটির ধার না ধেরে
তিড়িং বিড়িং সকাল দুপুর
যেন এক উল্টো হাওয়ার
রাষ্ট্রদূতের দায় নিয়েছি মাথায় তুলে।
আমাকেই তো ভাঙতে হবে
পুরাতনের দেয়ালগুলো
আমাকেই তো গড়তে হবে
নতুন দিনের সেতুগুলো।
আমি তো আর ছোট্টটি নই
বৃহৎ বিশাল অনেক আলো
চোখের কোলে
আমাকেই তো গড়তে হবে
সব পরাজয় পায়ে দলে।
এখন আমি মা হয়েছি
মা কি শুধুই মুখে মুখে
মনটা যেন আষ্ঠে পৃষ্ঠে
মেয়ের ভালোয় সুখে দুঃখে।
মা হওয়া কি সহজ কথা
মা হওয়া যে মস্ত বোঝা
বুঝতে তো ছাই পারিনি তা
যখন আমি শুধু্ই মেয়ে।
মা যে আমার বিশাল আধার
অনেক কাছের অনেক প্রিয়-
একথাটি আমার মেয়ে ও
বুঝবে একদিন দেখে নিও
যখন হবে মা সে তার
দুষ্টু মিষ্টি পুতুল সোনার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।