জীবনের জন্যই এই সব কথামালা অগুনতি উপমা সঞ্চয় করে, গল্পের কৃপন কৃষকের মত অক্লান্ত শ্রমে আমি ও হতে চেয়েছি শব্দ কুবের, শব্দপতি কত বিশেষণ আছে এই গোলক দুনিয়ায়? আমি সব চেয়েছি বৃত্তের ভেতর, আপনায় তারপর কোন একদিন প্রবল জ্যোৎস্নায় - সব শব্দেরা লুটোপাটি খাবে স্বর্গীয় প্রেমে আমি সব উজার করে দেব- সব উপমায় সিক্ত হবে তুমি, পৃথিবীর কোন বিশেষণ সুখী করে তোমায়, নিরুপমা দেবী? আমি সব সযতনে রেখে দেব তোমার পদপৃষ্ঠে, নতুন গ্রহে শব্দের আনাগোনা পেলে ওখানে ও যাবো, তবুও সব শব্দ তোমার হোক, জগতে সুরের সব মিশেল তোমার হোক। তুমি শুধু আমার হয়ে যাও!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।