আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
ওয়েবসাইট কিংবা ব্লগ – যেকোনটাই শুরু করেন না কেন সবার আগে প্রয়োজন ওয়েবসাইটের বিষয়বস্তু ঠিক করা। বিষয়বস্তুর উপরই নির্ভর করবে আপনার ওয়েবসাইটের সাফল্য আর যদি ওয়েবসাইটের মাধ্যমে আয়ের উৎস খুঁজে পেতে চান তবে ওয়েবসাইটের সঠিক বিষয় একান্ত জরুরি। বিষয়বস্তুর বিপরীতে পর্যাপ্ত ট্রাফিক না থাকলে কিংবা অতিরিক্ত প্রতিযোগিতা থাকলে যতই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন না কেন কোনো কাজে আসবে না।
ওয়েবসাইটের কথা বলেই প্রায় সবাই বলে সফটওয়ার, গান কিংবা ওয়ালপেপার ডাউনলোডের ওয়েবসাইট বানাতে চায়।
কিন্তু আপনি কি জানেন কোন keyword গুলোর জন্য কেমন ট্রাফিক এবং কত প্রতিযোগিতা:
Free software download – গুগলে ফলাফল দেখায় ৭১৪,০০০,০০০ পেজ – প্রতি মাসে সার্চ হয় ১,৮৩০,০০০
Free wallpaper download – গুগলে ফলাফল দেখায় ৮,২০০,০০০ পেজ – প্রতি মাসে সার্চ হয় ১৬৫,০০০
Free games download - গুগলে ফলাফল দেখায় ৪২,৯০০,০০০ পেজ – প্রতি মাসে সার্চ হয় ২,৭৪০,০০০
Free ebook download – গুগলে ফলাফল ৭,৩০০,০০০ পেজ – প্রতি মাসে সার্চ হয় ১৬৫,০০০
Free song download – গুগলে ফলাফল দেখায় ২৬,৮০০,০০০ পেজ – প্রতি মাসে সার্চ হয় ৫৫০,০০০
দেখলেন তো আপনি যদি উপরের keyword গুলো টার্গেট করে ওয়েবসাইট বানান তাহলে সার্চ ইঞ্জিনে প্রচুর ভিজিটর আছে ঠিকই কিন্তু চরম প্রতিযোগিতার কারনে আপনি আশানুরুপ ট্রাফিক থেকে বঞ্চিত হবেন। অন্য দিকে এমন কোনো টপিক নিয়ে ব্লগ বানালে যা শুধু গুটি কয়েকজন সার্চ করে, তাহলেও আপনার পেজ এক নম্বরে থাকলেও ট্রাফিক পাবেন না।
তাহলে উপায় কি?
বুদ্ধি শিখিয়ে দিচ্ছি … অন্যদের বলবেন না কিন্তু!
পছন্দমতো একটা উচ্চ ট্রাফিক keyword নিন। এরপর Google Keywords Tool এ গিয়ে keyword টা সার্চ দিন। এবার খুঁজে দেখুন কোন keyword এর জন্য দ্বিতীয় কলামের Advertiser Competition কম কিন্তু Global Monthly Search Volume বেশি।
keyword টি আপনার সার্চ করা keyword এ সাথে সম্পর্কিত এবং আকারে বড়, মানে তাতে দু’একটা শব্দ বেশি ঢুকে গেছে। একে বলে long tail keyword। যেমন: আপনি সার্চ করেছেন free song download এবং দেখলেন free hindi song download এর জন্য ভিজিটর বেশি কিন্তু প্রতিযোগিতা কম। তাহলে এখানে free hindi song download হলো free song download এর long tail অর্থাৎ আপনি আসল keyword এর সাথে লেজ জুড়ে দিয়েছেন।
এবার যখন আসল keyword টি বাছাই শেষ হয়েছে তখন তারই সাথে সর্ম্পকিত অন্য keyword গুলো বাছাই করুন।
যেমন free hindi song review, free hindi song download link, free romantic hindi song download ইত্যাদি।
এরপর কি বাকিটা বলতে হবে?
আরেকটা কথা: আমি রবিবার বাংলাদেশ সময় রাত ১০-১২ পর্যন্ত ইন্টারনেটে বসে সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। যারা আলোচনায় অংশগ্রহনে আগ্রহী, আমাকে আগে ভাগেই আপনার প্রশ্ন এখানে http://www.hasan-online.com/contact/ জানিয়ে দিন। আমি ফিরতি ইমেইল আলোচনার স্থান জানিয়ে দেব।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।