আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনিতির মন্দাঃ এদেশ-বিদেশ, লাঙ্গলের ফলা to ভাতের দলা

i hate drugs

মন্দা!মন্দা! মন্দা!!! সারা বিশশে মন্দা কিন্তু এই দেশে পরেনা? বেপার টা কি? অনেকে আবার মন্দার সুযগ নিয়া ফাইদা লুটে। এবার বুযাই, international business বলতে যা বুযায় তা আমাদের দেশে fail। এমন অনেক সফটওয়্যার,মোবাইল, ইলেক্ত্রনিক ডেভাইস আছে যা এই দেশে অছল। international businessman রা এই দেশে পোসাক ছারা অন্য business ধারে কাসেও আনেনা। তাই, international product আফনে কইটা ব্যবহার করসেন।

যা আসে সব আত্তিও-সযন থিকা। তাছারা, credit card, paypal, amazon,e-bay এইসব term গুলা কিছহু লুকে বুজে, কিন্তু কিছহু করার থাকে না। visa card, online shopping, online banking যতই পরিচত হউকনা কেন- সব এই দেসেই সিমাবদ্দ। আমরা যে বই গুলা পড়ি তার ১% ০ কি original? সব অই নিলখেত এর গুডআওন থেকা কিনা। সুন্সি holywood এর ১টা ছবির budget বাংলাদেশ এর বাযেটের সমান।

হাতি মরলে পিপড়ার দুক্ক আর কি? এর আগেও ১৯৩০ একবার মন্দা হইসিল। তখন আমেরিকার ৭০ না কতজন ধনকুবের suicide খিছিল। এবার তো তা দেখিনা। Applied, theoretical- economics কিসসু বুযিনা। বাস্তবে যা সত্ত তাই উথাইয়া দিলাম।

এবার কন মন্দা লইয়া সরকার কি আবার সুতা ধরব। ভাবতেসি রাত বদলের সংরাম নিয়া একটা রাজন্যতিক দল কুলুম। আর পুরা বাংলাদেশ রে central AC এর আওতায় নিয়া আস্মু। কারন মারাডোনা কইসিল ‘বাংলাদেশ এইডা আবার কি? খাই, না মাথাই দেই?’ হেনরি সাবে কইসিল ‘তলা বিহিন ঝুড়ি’। (ভাইদিরা, মাইন্ড খাএন না, বাংলা লেকবার পারিনা, কিন্তু কেন জানি জানাইতে মঞ্ছাইল, কার মন চাইলে ঠিক কইরা publish/add করতে পারেন)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।