আমাদের কথা খুঁজে নিন

   

ঐশী প্রাপ্ত বয়স্ক

এসবি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মেয়ে ঐশী রহমানের বয়স মেডিকেল রিপোর্টে ১৯ বছর বলে প্রমাণিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে ঐশীর বয়স নির্ধারণের পরীক্ষা সম্পন্ন হয়। রিপোর্টে তার বয়স ১৮ বছরের বেশি বলে উল্লেখ করা হয়। এরআগে  গত ২২ আগস্ট ঐশী ও সুমীর প্রকৃত বয়স জানার জন্য রেডিওলজি ও ইমেজিং বিভাগে পাঁচটি করে মোট ১০টি  পরীক্ষা করা হয়। এগুলোর মধ্যে রয়েছে-হাঁটুর হাড়, দাঁত ও মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন অংশের এক্সরে।

মা-বাবাকে হত্যার কথা স্বীকার করে ২৪ আগস্ট ঐশী রহমান জবানবন্দি দেয়। একই দিন গৃহকর্মী খাদিজা বেগম ওরফে সুমিও আদালতে জবানবন্দি দেয়। এরপর ঐশী ও সুমিকে গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওই দিন রাত নয়টার দিকে তাদের কিশোরী উন্নয়ন কেন্দ্রে নেয়া হয়। পরে বৃহস্পতিবার সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ঐশীকে কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য গত ১৬ আগস্ট সন্ধ্যায় ঢাকার চামেলীবাগের একটি ফ্ল্যাট থেকে মাহফুজ ও তার স্ত্রী স্বপ্নার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের দুই দিন নিখোঁজ থাকার পর গত ১৭ আগস্ট তিনি নিজে পুলিশের কাছে ধরা দেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।