ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ব্লগ এডিটর
বয়স্ক ভাতা প্রদানে অনিয়ম ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। জাতীয় পরিচয়পত্র দেখে ৬৫-ঊর্ধ্ব নারী-পুরুষের ডাটাবেজ (কম্পিউটারে সংরক্ষিত তথ্যভাণ্ডার) তৈরি করা হয়েছে। গত রোববার উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহবুব আরা বেগম ওরফে গিনি।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৩টি ইউনিয়নে ৬৫-ঊর্ধ্ব প্রায় ৪০ হাজার নারী-পুরুষ রয়েছে। মাইকিং করে বয়স্কদের ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো করা হয়। লাইনে দাঁড় করিয়ে জাতীয় পরিচয়পত্র দেখে তাঁদের বয়স শনাক্ত করা হয়। এভাবে গত দুই মাসে চার হাজার ৪৬৬ জনকে বাছাই করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহসান বলেন, ‘এতে বয়স্ক ভাতা প্রদানে জটিলতা নিরসন হওয়া ছাড়াও ইউপি চেয়ারম্যান-মেম্বাররা দুস্থদের তালিকা প্রণয়নে ডাটাবেজ থেকে সহায়তা নিতে পারবেন।’
সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রশিদ সরকার বলেন, ‘বয়স্ক ভাতার তালিকা প্রণয়নে অনিয়ম-দুর্নীতি এড়াতে ডাটাবেজ তৈরির উদ্যোগ জেলায় এই প্রথম।’
সূত্র: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।