আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে বিচার প্রক্রিয়া গণতান্ত্রিকীকরণ সম্পর্কে কয়েকটি প্রস্তাব (সর্বশেষ আপডেটসহ সামান্য সম্পাদিত)

উঁকি দাও ফুল!

ক. সর্বশেষ আপডেট খারেজি এইমুহুর্তে জেনারেল। অভিযোগ অস্পষ্ট। সম্ভাব্য কারণ জনৈক প্রতিবেদকের উষ্মা। কারণ এইরুপ: ১. তিনি মেঘ নামক ব্লগারের পোস্টে লেসবিয়ানিজমকে বায়োলজিক্যাল সমস্যা বলে অভিহিত করেছিলেন, আমি তার ভুল শুধুরে দেই। তিনি গোস্মা হন।

২. বাড়িওলা ভাড়া বৃদ্ধি করলে তা নিয়ে একটা দুঃখভারাতুর পোস্ট দেই, কেউ কেউ তাকে প্রায়-কবিতাতুল্য বলে অভিহিত করেন। কিন্তু উক্ত প্রতিবেদক অজ্হাত কারণে অপমানিত বোধ করেন। অন্য কোন পাঠকেরই তা মনে হয় নাই। ফলে এর পর থেকে আমার চারটি পোস্ট মুছে ফেলা হচ্ছে যার কোনটিতেই রাষ্ট্, সমাজ ও ব্যক্তিবিশেষের প্রতি উল্লেখ করার মত কোন আক্রমণ ছিল না। কমেন্টে থেকে থাকলে তার দায় কমেন্ট দাতার, পোস্টদাতার নয়।

অন্তত কমেন্ট মডারেট করে পোস্টগুলো রাখা যেত। কিন্ত ভাসা ভাসা কারণ দেখিয়ে প্রতিটি পোস্টই মুছে ফেলা হচ্ছে। আমি কখনোই বিচারের বিরুদ্ধে নই, এখনও না। কিন্তু আমার দাবি প্রতিবার মডারেশনের পর দোষীব্যক্তির সম্মতি ক্রমে সাদারণ নোটিশ বোর্ডে অপরাধের বর্ণনা ও শাস্তির বিবরণ থাকুক। আরও উল্লেখ্য যে, আমাদের প্রিয় ব্লগার মনির হাসান সম্ভবত কমেন্ট করারও অধিকার হারিয়েছেন।

তার পোষ্টের শিরোনাম নিয়ে আমার নিজেরও আপত্তি ছিল, কিন্তু তার বিষযবস্তু নিয়ে কোন সচেতন নাগরিকই ভিন্নমত করবেন না। অবিলম্বে তার বিরুদ্ধে নেয়া ব্যবস্থাও প্রত্যাহার করার দাবি জানাই। খ. আদি পোস্ট: শুভার্থী সকল সহব্লগারবৃন্দ, নিচের সামান্য লেখার জন্য আমাকে প্রথম পৃষ্ঠা থেকে প্রথমে সরিয়ে দেয়া হয়, পরে কারণ কারণ দর্শাতে বললে ব্লগের পরিবেশ বিনষ্টের দায়ে "জেনারেল" বানিয়ে দেয়া হয়। বর্তমানে আমি আবার নিরাপদ ব্লগার হলেও আমার উত্থাপিত বিষয়গুলোর কোন সুরাহা হয়নি, কাজেই নিতান্ত অপারগ হয়েই আবারও আমার প্রস্তাবগুলিকে ব্লগারদের বিবেচনার জন্য হাজির করছি, সেই সাথে আমার আরও দুটি প্রস্তাব যুক্ত হয়েছে, ১. আমার মত আরও অনেককেই সামান্য কারণে "জেনারেল" করা হচ্ছে। এরপর থেকে কাউকে জেনারেল করা হলে নোটিশ বোর্ডে বিস্তারিত কারণ দেখাতে হবে।

২.অন্যায় মডারেশন এর জন্য মডারেটররাও দ্রুত শাস্তি পাবে। এগুলো প্রস্তাব মাত্র, ব্লগারসমেত সমস্ত ব্লগসম্প্রদায়ের দরকষাকষি, সংগ্রাম, আলোচনা, সমঝোতা ইত্যাদির মধ্য দিয়েই আশা করি একদিন ব্লগ সত্যিকারের গণতান্ত্রিক পরিসর হয়ে উঠবে। আমার লেখাটি: হাসিবসহ বেশ কয়েকজন ব্লগার এই মূহুর্তে নিষিদ্ধ। আমি পক্ষে-বিপক্ষে আপাতত বলতে চাই না। তবে কয়েকটি প্রসঙ্গের অবতারণা করতে চাই যা আমার কাছে ন্যায্য এবং সঙ্গত বলে মনে হয়েছে।

প্রথমতঃ যে কাউকে নিষিদ্ধ করা হলে তার কাছে পত্র দেয়া হয়। এটা অনেকটা ক্যামেরা ট্রায়ালের মত। আমরা চাই উন্মুক্ত বিচার। কি অপরাধে কাউকে নির্বাসিত করা হল, নোটিশ বোর্ডে তার প্রতিটি ঘটনা-নিদর্শন ও লঙ্ঘিত বিধিরবিস্তারিত উল্লেখ চাই। দ্বিতীয়তঃ হাসিব এর পক্ষে কেউ কেউ বলছেন সর্বশেষ ব্যানারোপ করার সময় তাকে কোন নোটিশ দেয়া হয়নি।

যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে, তবে, কার অধিকার আছে এমন বর্বরপ্রায় বিচার করার? আর যদি তা মিথ্যে হয়, তবে প্রথম ব্যবস্থাটি গ্রহণ করা হলে এমন অভিযোগ তোলার সুযোগ প্রায় থাকবে না। তৃতীয়তঃ যদি দ্বিতীয় অভিযোগ সত্যি হয়, মডারেটরদের পক্ষ থেকে এই অন্যায় বিচার প্রক্রিয়ার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা দরকার। কেননা অপরাধ যাই হোক বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ হতেই হবে। প্রসঙ্গত আরও বলতে চাই যে, ব্লগ-পরিসরের কতগুলো শর্ত থাকবে, তা সকলেই মেনে নেন। কিন্তু ব্লগারদেরও অধিকার আছে কি কি শর্তে তিনি ব্লগ করতে আসছেন তা জানার।

যেমন সচলায়ন তার সদস্যদের জানিয়েই দেয় তারা সিলেক্টিভ। আরও বলা দরকার যে, এই ব্ লগেই পূর্বে কপিরাইট বিষয়ক এক বিতর্কে কবি আলফ্রেড খোকন এর পোস্ট এর উত্তর তো দেয়া হয়নি, বরং তার পোস্ট প্রথম পৃষ্ঠা থেকে সরিয়ে দিয়েছিলেন মডারেটররা। এর প্রেক্ষিতে খোকন সামহয়ার বর্জনের ঘোষণা দেন। পরবর্তীতে অন্যান্য ব্লগারদের হস্তক্ষেপে ও অংশগ্রহণের ফলে সামহয়্যার কিন্তু কপিরাইট বিষয়ে তার অবস্থান পরিবর্তনই করেছিল। এখানে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি কপিরাইট নিয়ে নয় (অর্থাৎ নীতিমালা নিয়ে নয়), যে প্রক্রিয়ায় নীতিমালা ভঙ্গের বিচার হচ্ছে তা নিয়ে।

ব্ল্লগ স্বয়ং নীতিই পরিবর্তন করে ফেললেও মডারেটররা তো তাদের অন্যায় আচরণের জন্য তো আলফ্রেড খোকনের কাছে ক্ষমা প্রার্থনা করেননি! আমার সুষ্পষ্ট দাবি, হাসিব নিকের বিচার প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক, কিন্তু তাকে আদৌ নোটিশ দেয়া হয়নি এই বক্তব্য যদি সত্যি হয়ে থাকে মডারেটররা ক্ষমা প্রার্থনা করুক এবং তাদের বদলি/ চাকরিচ্যুত্যি/ অন্যকোন ধরনের প্রশাসনিক শাস্তি পাক। আর সকল সহব্লগারের প্রতি আমার প্রশ্ন, এই লেখার মাঝে কোন ব্লগ, রাষ্ট্র, সমাজ, ধর্ম বিরোধী বা ব্যক্তিচরিত্র হনন কারী ইঙ্গিত, উক্তি কি আপনারা পাচ্ছেন যার কারণে কাউকে জেনারেল করা যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.