আমাদের কথা খুঁজে নিন

   

রেফারিকে দুষছেন ক্রুইফ

মঙ্গলবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রায় ছিটকে পড়েছে বাংলাদেশ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, “মাঠে রেফারি পক্ষপাতমূলক আচরণ করেছেন। আর মাঠের বাইরে পক্ষপাতিত্ব করেন চতুর্থ রেফারি। তারা আমাদের ম্যাচটি ধ্বংস করে দিয়েছে। তা না হলে আমারা ম্যাচটি জিততে পারতাম।


তবে বাংলাদেশ দলের প্রশংসাই করলেন এই ডাচ কোচ “এদিন আমাদের তরুণরা অসাধারণ খেলেছে। তাদের হয়তো অভিজ্ঞতা নেই, কিন্তু তারা প্রচণ্ড পরিশ্রম করেছে। যা এক কথায় অসাধারণ। ”
“ভারতের অভিজ্ঞ ফুটবলারদের বিপক্ষে আমাদের তরুণ ছেলেরা খুবই গোছানো ফুটবল খেলেছে। যা দেখে আমি মুগ্ধ হয়েছি।

কিন্তু রেফারি আমাদের হারিয়ে দিয়েছে”, ক্ষোভ প্রকাশ করেন তিনি।
খেলার শেষ মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে ফ্রি কিক দেন রেফারি ক্রিশান্ত প্যারেরা, যা থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান অধিনায়ক সুনীল ছেত্রী।
ওই গোল প্রসঙ্গে ক্রুইফ বলেন, “যে ফাউলের জন্য ফ্রি কিক দিয়েছে, সেটা তো ফাউল হয়নি। এটি ছিল পক্ষপাতমূলক আচরণ। এমন আচরণের কারণে দক্ষিণ এশিয়ার ফুটবল দিন দিন পেছাচ্ছে।

যা খুবই দুর্ভাগ্যজনক। ”
এই ড্রয়ের পরও বাংলাদেশ কোচ সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা দেখছেন। তিন বলেন, “পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে আমরা অবশ্যই জিতবো। আর অন্যা দলগুলোর ফলাফল যদি আমাদের পক্ষে আসে সেক্ষেত্রে আমরা সেমিফাইনালে খেলতেও পারি। ”
এদিকে চতুর্থ রেফারির মোহাম্মদ তুমাহের এক অভিযোগের প্রেক্ষিতে রেফারি ক্রিশান্ত প্যারেরা ম্যাচের ৭০ মিনিটে ডি ক্রুইফকে মাঠ থেকে বের করে দেন।


এ ব্যাপারে বাংলাদেশ কোচ বলেন, “আমি তো ট্রেন্টে বসেই ছিলাম, এমন কোন আচরণ করিনি যে কারণে আমাকে মাঠ থেকে বের করে দিতে হবে। আসলে রেফারির আগের দিনের রাতটা হয়তো ভালো কাটেনি। নয়তো বৌয়ের সঙ্গে তার ঝগড়া হয়েছে। নয়তো তার এমন আচরণ করার কথা না। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।